সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচনের আগে বারবার রোহিঙ্গা (Rohingya) প্রসঙ্গ তুলছে বঙ্গ বিজেপি। ভোটার তালিকায় অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রয়েছে বলেও অভিযোগ করেছেন বিজেপি নেতারা। অথচ সেই অনুপ্রবেশকারীদের নামের তালিকায় নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) কাছে। বুধবার রাজ্যসভায় লিখিতভাবে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
দেশে অবৈধ অনুপ্রবেশকারী সম্পর্কে লিখিতভাবে জানতে চান শিব সেনার সাংসদ অনিল দেশাই। এদিন রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে সেই প্রশ্নের জবাব দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জানালেন, অবৈধ অনুপ্রবেশকারীদের (illegal foreign nationals) সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে। কারণ তারা ভুয়ো নথি দেখিয়ে এ দেশে এসেছে। অর্থাৎ এ দেশের কোথায় কত রোহিঙ্গা বাস করছে, সে সম্পর্কে মোদি সরকারের কাছে কোনও তথ্য নেই।
[আরও পড়ুন : বাংলাদেশ থেকে আসা মুসলিমরা সাম্প্রদায়িক, ফের বিতর্কিত মন্তব্য অসমের মন্ত্রীর]
শিব সেনা সাংসদ জানতে চেয়েছিলেন, এখনও পর্যন্ত কত রোহিঙ্গা এ দেশে প্রবেশ করেছে, সেই সংক্রান্ত তথ্য কি সরকারের কাছে আছে? তিনি আরও জানতে চান, কেন সীমান্ত সুরক্ষা বাহিনী এই অনুপ্রবেশ আটকাতে পারছে না? কতদিন রোহিঙ্গাদের এ দেশে থাকতে দেবে কেন্দ্রীয় সরকার। এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংবিধান অনুযায়ী কেন্দ্র সরকারের ক্ষমতা আছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে তাদের দেশে ফেরত পাঠানো। তিনি আরও জানানো রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো একটা ধারাবাহিক প্রক্রিয়া। সেই কাজ চলছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, সরকার পরবর্তী সময় নতুন আইন আনতে পারে। পাসপোর্ট ছাড়া কেউ এদেশে ঢুকলে তাদের ফেরত পাঠানো হবে।
মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর রোহিঙ্গা নিয়ে চাপ বাড়ছে প্রতিবেশী দেশগুলিতে। ব্যতিক্রম নয় ভারতও। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের এই স্বীকারোক্তি যে আরও আতঙ্ক বাড়াবে তা বলা অপেক্ষা রাখে না।