shono
Advertisement

বাইডেনকে সরিয়ে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মিশেল ওবামাকেই পছন্দ ডেমোক্র্যাটদের!

বাইডেনের পরিবর্ত হিসেবে প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি ছাড়া আর কাদের নাম উঠেছে?
Posted: 10:52 AM Feb 28, 2024Updated: 10:53 AM Feb 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও পর্যন্ত যা পরিস্থিতি, এবছরের নভেম্বরে মার্কিন নির্বাচনে ট্রাম্প (Donald Trump) বনাম বাইডেন (Joe Biden) ‘ফাইনাল ম্যাচ’ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে জোরালো। কিন্তু পরিস্থিতি ক্রমেই বদলাচ্ছে। বাইডেনের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে উঠছে তাঁর বয়স। সাম্প্রতিক এক ভোটাভুটির ছবি একেবারেই অন্য কথা বলছে। যা থেকে পরিষ্কার, বাইডেন নয়, অন্য় কাউকে চাইছেন ডেমোক্র্যাটরা। তিনি মিশেল ওবামা, আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি। বাইডেনের দলের অধিকাংশই তাঁকে চাইছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ৪৮ শতাংশ ডেমোক্র্যাট বাইডেনের বদলি প্রার্থী বেছে নেওয়ায় সায় দিয়েছেন। সায় দেননি ৩৮ শতাংশ। ৮১ বছরের বর্ষীয়ান নেতার পরিবর্তে মিশেল ওবামাকে (Michelle Obama) চাইছেন ২০ শতাংশ। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ১৫ শতাংশ ভোট। হিলারি ক্লিন্টন পেয়েছেন ১২ শতাংশ ভোট।

[আরও পড়ুন: ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে’, বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় ট্রোলড নুসরত জাহান]

উল্লেখ্য, রিপাবলিকান প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন ট্রাম্পই। কিন্তু তাঁর বয়সও ৭৭। তবে কেন বাইডেনের বয়স নিয়ে এত চর্চা? আসলে ইদানীং বার বার স্মৃতিভ্রংশের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্টের আচরণে। ইউক্রেনের নাগরিকদের ইরানি বলে অভিহিত করা কিংবা ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘ভ্লাদিমির’ বলা অথবা ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের নাম গুলিয়ে ফেলার মতো ঘটনা তাঁকে বার বার ঘটাতে দেখা গিয়েছে। স্বাভাবিক ভাবেই অশীতিপর বাইডেনের শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠছে। আশঙ্কা, স্মৃতিভ্রংশের অসুখ ক্রমেই জাঁকিয়ে বসছে তাঁর শরীরে। সম্ভবত, সেই কারণেই খোদ ডেমোক্র্যাটদের কাছেই গ্রহণযোগ্যতা হারাচ্ছেন অশীতিপর নেতা।

[আরও পড়ুন: ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে’, বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় ট্রোলড নুসরত জাহান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement