shono
Advertisement

বালুচিস্তানের চেকপোস্টে জঙ্গি হামলা, মৃত কমপক্ষে ৭ জন পাকিস্তানি সেনা

এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী।
Posted: 10:29 AM Dec 28, 2020Updated: 10:36 AM Dec 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তানেই ফের হামলা চালাল সন্ত্রাসবাদীরা। এর জেরে এখনও পর্যন্ত কমপক্ষে সাত জন পাকিস্তানি সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বালুচিস্তানের হারনাই (Harnai) জেলার একটি সিকিউরিটি চেকপোস্ট ডিউটি করছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। আচমকা সেখানে হামলা চালায় একদল অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এর জেরে ঘটনাস্থলেই সাত জন সেনাকর্মীর মৃত্যু হয়। জখম হন আরও বেশ কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

[আরও পড়ুন: চাপে পড়ে পিছু হঠলেন ট্রাম্প, সই করলেন কোভিড মোকাবিলা সংক্রান্ত বিশেষ বিলে]

জঙ্গি হামলার পরেই পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR)-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সিকিউরিটি চেকপোস্ট ডিউটি করার সময় প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কর্পস (FC) -এর সদস্যদের উপর আচমকা হামলা চালায় একদল বন্দুকবাজ। তাদের গুলিতে সাত জন সেনাকর্মী মারা গিয়েছেন। জখম হয়েছেন কয়েকজন। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানি সেনার তরফে এই বিবৃতি দেওয়া হলেও মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে পুলিশ। এপ্রসঙ্গে হারনাই প্রদেশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক শাওয়ালি তারিন জানান, উভয়পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের ফলে ঘটনাস্থলে ৬ জন আধাসামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি ২ জন বেসরকারি নিরাপত্তারক্ষীও প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও ৬ জন।

[আরও পড়ুন: মেয়ের পর বাবা, এবার করোনার ভ্যাকসিন নিতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement