সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই বন্ধ জুটমিল। প্রতিবাদে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া (Kankinara) রেল স্টেশনে অবরোধ সদ্য কর্মহীনদের। শিয়ালদহ মেন শাখায় বন্ধ ট্রেন চলাচল। অবরোধের জেরে বৃহস্পতিবার অফিস টাইমে কার্যত বিপাকে নিত্যযাত্রীরা।
ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে অন্তত ৪ হাজার শ্রমিক রয়েছেন। কাজে যোগ দিতে এসে তাঁরা দেখেন কারখানার দরজা বন্ধ। দরজার বাইরে টাঙানো সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। শ্রমিকদের দাবি, পাটের জোগান না থাকায় উৎপাদন সম্ভব নয় বলেই নোটিসে উল্লেখ করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বেশি লাভের আশায় কারখানা কর্তৃপক্ষ কাঁচা পাট অন্যত্র চড়া দামে বিক্রি করছে বলেই দাবি শ্রমিকদের। তাই উত্তেজিত হয়ে পড়েন সদ্য কর্মহীনরা।
[আরও পড়ুন: করোনাতঙ্ক কাটিয়ে লক্ষ্মীবারই খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ]
প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কাঁকিনাড়ায় রেল অবরোধ শুরু করেন তাঁরা। রেললাইনের উপরে বসে পড়েন শ্রমিকরা। শুরু হয় বিক্ষোভ। স্বাভাবিকভাবেই রেল চলাচল বন্ধ হয়ে যায়। ডাউন শান্তিপুর, ডাউন নৈহাটি লোকাল বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। সাতসকালে রেল অবরোধের জেরে শিয়ালদহ মেন শাখার যাত্রীরা কার্যত বিপাকে পড়েন। গন্তব্যে পৌঁছতে বেশ কিছুটা বেগ পেতে হয় নিত্যযাত্রীদের। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে রেল অবরোধ প্রত্যাহারের বিষয়ে কথা বলেন তাঁরা।
এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, কারখানা বন্ধের প্রতিবাদে রেল অবরোধ সম্পূর্ণ অযৌক্তিক। অবরোধকারীদের বুঝিয়ে রেল অবরোধ তোলার চেষ্টা করেন আধিকারিকরা।মাত্র ৩০ মিনিটের মধ্যেই অবরোধ প্রত্যাহার করেন সদ্য কর্মহীনরা। রেল অবরোধের ফলে পরিষেবা কিছুটা ব্যাহত হয়। বিপাকে পড়েন সাধারণ মানুষ।