সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঞ্চিতদের প্রাপ্য আদায়ে তৃণমূলের দিল্লি যাত্রা নিয়ে জটিলতার শেষ নেই। ট্রেন, বিমান বাতিল হয়েছে আগেই। বিকল্প পথে বাসে চড়েই রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ‘মিশন দিল্লি’ বানচাল করতে বিজেপি উঠে পড়ে লেগেছে বলেই অভিযোগ ঘাসফুল শিবিরের। তারই মাঝে বিস্ফোরক সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
শনিবার টিটাগড়ে দমদম-বারাকপুর সংগঠনিক জেলা অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক হুঁশিয়ারির সুরে বলেন, “দিল্লি পুলিশ লাঠি চালালে, বাংলাতেও পুলিশ বসে থাকবে না। দিল্লি পুলিশ একা লাঠি চালাতে পারে না। পশ্চিমবঙ্গ পুলিশও লাঠি চালাতে পারে।” ওয়াকিবহাল মহলের মতে, সেচমন্ত্রী নাম না করে বিজেপিকেই বার্তা দিয়েছে। তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
[আরও পড়ুন: পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষ-লক্ষ টাকা আত্মসাৎ! কনস্টেবলের পর এবার কাঠগড়ায় হোম গার্ড]
এর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার নেতাজি ইন্ডোর থেকে এবং শনিবার ভারচুয়াল সমাবেশে তিনি বলেন, “বাংলার একটা মানুষের গায়ে যদি হাত পড়ে দিল্লিতে, একটা আঁচড় যদি পড়ে শ্রমিক কৃষকের উপর। একটা গরিব মানুষের গায়ে যদি হাত পড়ে ইট কা জবাব পাত্থর সে, কীভাবে দিতে হয় সেটা গণতান্ত্রিকভাবে আগামিদিন মানুষ দেবে।” অভিষেক গণতান্ত্রিক পথে প্রতিদ্বন্দ্বিতার কথা বললেও সেচমন্ত্রীর কথা উসকানিমূলক বলেই দাবি গেরুয়া শিবিরের।