shono
Advertisement

বিশ্ব জয় করে দেশে ফিরলেন মানুষী চিল্লার, বিমানবন্দরে উন্মাদনা

মিস ওয়ার্ল্ডকে রাজকীয় সংবর্ধনা। The post বিশ্ব জয় করে দেশে ফিরলেন মানুষী চিল্লার, বিমানবন্দরে উন্মাদনা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:13 AM Nov 26, 2017Updated: 04:07 PM Sep 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সৌন্দর্য্যে বিশ্বজয় করে দেশে ফিরলেন হরিয়ানার মানুষী চিল্লার। শনিবার গভীর রাতে তাঁকে স্বাগত জানাতে মুম্বই বিমানবন্দরে ছিল মানুষের উপচে পড়া ভিড়। রাজকীয় সংবর্ধনা পেলেন মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী।

Advertisement

[মানুষীর সংবর্ধনা নিয়ে হরিয়ানার প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর বাগযুদ্ধ চরমে]

ভারতীয় সুন্দরীদের মধ্যে মিস ইউনিভার্স খেতাব জিতেছেন সুম্মিতা সেন ও লারা দত্ত। তবে মিস ওয়ার্ল্ড খেতাবধারীর তালিকাটা বেশ দীর্ঘ। ১৯৯৯ ও ২০০০ সালে তো পরপর দু’বছর এই খেতাব জিতেছিলেন যুক্তা মুখি ও প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘ সতেরো বছর এ বছর ফের মিস ওয়ার্ল্ড হলেন ভারতের মানুষী চিল্লার। হরিয়ানার বাসিন্দা বছর তেইশের এই যুবতী ডাক্তারির ছাত্রী। তাঁর কীর্তিতে উচ্ছ্বসিত গোটা দেশ। রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছে মানুষী। বিশ্বজয়ের ঠিক সপ্তাহ পর দেশের ফিরলেন তিনি। শনিবার রাত দুটো নাগাদ মুম্বই বিমানবন্দরে নামেন তিনি। গভীর রাতেও মানুষী চিল্লারকে দেখার জন্য বিমানবন্দরে ভিড় করেছিলেন বহু মানুষ। সেখানে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।

[ভাইরাল ভিডিওয় এ কোন মানুষী! বিশ্বসুন্দরীর পুরনো লুকে মজে নেটদুনিয়া]

আগামী ২৮ নভেম্বর হায়দরাবাদে ওয়ার্ল্ড আন্তেপ্রেনিওরশিপ সামিটে যোগ দেবেন মানুষ। ভারত-মার্কিন যৌথ উদ্যোগ আয়োজিত এই অনুষ্ঠানে হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাও। অনুষ্ঠানে বিনোদন থেকে কীভাবে দেশের আয় বাড়ানোর যায়, সে বিষয়ে মার্কিন প্রতিনিধিদলকে পরামর্শ দেবেন এদেশের বিনোদন জগতের প্রতিনিধিরা। সেই দলে থাকবেন সদ্য মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী মানুষী চিল্লারও। আগামী ৩০ নভেম্বর নিজের রাজ্য হরিয়ানার কুরুক্ষেত্রেও যাবেন তিনি। ১ ডিসেম্বরে হরিয়ানারই সোনেপতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী এই মডেলের।

[নয়া বিকিনি শুটে নেটদুনিয়ার উষ্ণতা বাড়ালেন দীপিকা]

The post বিশ্ব জয় করে দেশে ফিরলেন মানুষী চিল্লার, বিমানবন্দরে উন্মাদনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার