shono
Advertisement

কোভিডের ধাক্কা, চন্দ্রযান-৩ অভিযান পিছিয়ে দেওয়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী

কবে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩? জানুন। The post কোভিডের ধাক্কা, চন্দ্রযান-৩ অভিযান পিছিয়ে দেওয়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:16 PM Sep 07, 2020Updated: 11:06 AM Sep 11, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সফল হয়নি  চন্দ্রযান-২’র (Chadrayaan-2) অভিযান। কথা ছিল, চলতি বছরই পাড়ি দেবে চন্দ্রযান-৩। তবে করোনা পরিস্থিতিতে সেই পরিকল্পনা পিছিয়ে গেল। ২০২০এর শেষার্ধ্বে নয়, ২০২১ সালে হবে চন্দ্রযান-৩ অভিযান। আর তার পরের বছর, ২০২২এ ‘মিশন গগনযান’। পরপর কয়েকটি প্রকল্প মহাকাশ গবেষণায় ভারতকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, ”কোভিড মহামারীর জেরে মিশন গগনযানের প্রস্তুতিতে কিছু বাধা এসেছে। তবে ২০২২’এর লক্ষ্যে আমরা এগোচ্ছি।”

Advertisement

কেমন হবে চন্দ্রযান-৩? এ বিষয়েও বিশদে জানিয়েছেন বিজ্ঞানীরা। ইসরো (ISRO) জানাচ্ছে, নতুন চন্দ্রযানে ল্যান্ডার, রোভার থাকবে। তবে অরবিটার থাকবে না। আগামী বছর চাঁদের মেরুতে অবতরণের উদ্দেশে তাকে পাঠানো হবে। যেমনটা হয়েছিল চন্দ্রযান-২’র ক্ষেত্রে। তবে সেই চেষ্টা তেমন সফল হয়নি। ২০১৯এর ২২ জুলাই চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় গতির সমস্যা ল্যান্ডার বিক্রম ভেঙে পড়ে। যদিও অরবিটারটি অক্ষত থাকায় তা এখনও সক্রিয়ভাবে কাজ করে চলেছে। গত বছরের এই ব্যর্থতা রেশ মুছে ফের নতুন বছরে নতুন মিশনের লক্ষ্যে এগিয়েছিল ইসরো। ঠিক ছিল, এ বছরের শেষদিকেই ফের পাঠানো হবে চন্দ্রযান-৩। কিন্তু মাঝপথে থাবা বসাল কোভিড মহামারী। ফলে পিছিয়ে গেল এই অভিযান।

[আরও পড়ুন: শুধু কলঙ্ক নয়, মরচেও ধরছে চাঁদের গায়ে!]

এদিকে, চন্দ্রযান-১’এর পাঠানো ছবিতে চাঁদের গায়ে মরচে দেখে তা নিয়ে উৎসাহী হয়ে পড়েছেন অনেকেই। অক্সিজেনের উপস্থিতি নিয়ে আশা-আশঙ্কার দোলাচল। এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের বক্তব্য, ”চাঁদের মাটিতে লৌহ, অক্সিজেন, জল – এসব আছে কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এগুলো ছাড়া তো মরচে সম্ভব নয়।” তাহলে, সেসব খুঁজতে কি চন্দ্রযান-৩ প্রেরণ? এর সরাসরি উত্তর অবশ্য দেননি তিনি। এদিকে, ইসরো ব্যস্ত ‘মিশন গগনযান’ নিয়ে। এটাই প্রথম ভারতের মানব মহাকাশ অভিযান (Human Space mission)। হাতে সময় থাকলেও, কোনও কারণে তা যাতে বিলম্বিত না হয়, সেই চেষ্টাই চলছে এখন। গগনযান সফল করা যে ইসরোর কাছে চ্যালেঞ্জের।

[আরও পড়ুন: রাশিয়ার প্রশিক্ষণ, ফ্রান্সের যন্ত্রপাতি, ‘মিশন গগনযান’ সফল করতে ভারতের পাশে দুই বন্ধু দেশ]

The post কোভিডের ধাক্কা, চন্দ্রযান-৩ অভিযান পিছিয়ে দেওয়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement