সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃণাল সেনের হাত ধরেই ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং অঞ্জন দত্ত (Anjan Dutt)। তবে একফ্রেমে এযাবৎকাল বড়পর্দায় ধরা দেননি তাঁরা। আর কালের কী অদ্ভূত সমাপতন! কয়েক দশক বাদে সেই দুই ডাকসাইটে অভিনেতাকেই একফ্রেমে নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। সম্পর্কের জটিল ধাঁধার সমীকরণের গল্প। দেশের সবথেকে দীর্ঘ সময় ধরে চলা ডিভোর্স মামলার ঘটনা অবলম্বনে এই সিনেমা। শুক্রবার সেই ছবিরই পয়লা পোস্টারের ঝলক দেখালেন পথিকৃৎ বসু।
সেপ্টেম্বর মাসে আর জি কর আবহে উত্তাল শহরে দুই ডাকসাইটে অভিনেতাকে নিয়ে 'শ্রীমান ভার্সেস শ্রীমতী'র (Shriman Vs Shrimati) শুটিং শুরু করেছিলেন পথিকৃৎ বসু। প্রথমবার পর্দায় মুখোমুখি হতে চলেছেন মিঠুন-অঞ্জনকে। শুক্রবার সেই সিনেমারই টিজার পোস্টারে দেখা গেল কোর্টের এক টুকরো দৃশ্য। যেখানে বিয়ে টিকিয়ে রাখার জন্য এক দম্পতির প্রচেষ্টার ইঙ্গিত দেওয়া হয়েছে। 'শ্রীমান ভার্সেস শ্রীমতী'র কাস্টিং তালিকা একেবারে তারকাখচিত। মিঠুন-অঞ্জনের পাশাপাশি ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, অঞ্জনা বসু, সত্যম ভট্টাচার্য, রোশনী ভট্টাচার্য এবং বিশ্বনাথ বসুর মতো দক্ষ অভিনেতারা। ২০২৫ সালের পয়লা বৈশাখে রিলিজ করবে 'শ্রীমান ভার্সেস শ্রীমতী'। শুক্রবারই মুক্তির দিনক্ষণ জানিয়ে দিলেন পথিকৃৎ। সংলাপ লিখেছেন 'দাবাড়ু' খ্যাত অর্পণ গুপ্ত।
'শ্রীমান ভার্সেস শ্রীমতী'র গল্পটা কীরকম? দীর্ঘ ২৭ বছর ধরে চলা এক ডিভোর্স মামলা নিয়েই সিনেমার গল্প। যা কিনা দেশের আইনের ইতিহাসে সবথেকে বেশি সময় ধরে চলা বিবাহ বিচ্ছেদের মামলা। সেই সত্য ঘটনা অবলম্বনেই সম্পর্কের জটিল গল্প সাজিয়েছেন পথিকৃৎ। এক দম্পতি মধ্যবয়সে আইনি বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে ২৭ বছরেও আইনত তাঁদের বিচ্ছেদ হয়নি। এই দম্পতির ভূমিকায় দেখা যাবে মিঠুন-অঞ্জনাকে। অঞ্জন দত্তকে দেখা যাবে অঞ্জনার প্রাক্তন প্রেমিকের চরিত্রে। অন্যদিকে সমান্তরালে আরেকটি বর্তমান প্রজন্মের আরেক দম্পতির সম্পর্কের টানাপোড়েনের ঘটনাও দেখানো হবে। এই জুটিতে ধরা দেবেন পরমব্রত-মধুমিতা। সত্যম এবং রোশনিকে দেখা যাবে মিঠুন-অঞ্জনার কাঁচাবয়সের দম্পতির ভূমিকায়। 'শ্রীমান ভার্সেস শ্রীমতী' সিনেমায় আরেকটি প্রাপ্তি হল এই ছবির জন্য অঞ্জন দত্ত একটি গান গাইবেন।