shono
Advertisement

ঘুরছে ছেলেধরা! হোয়াটসঅ্যাপে গুজবের জেরে গণধোলাই মানসিক ভারসাম্যহীনকে

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে।
Posted: 05:28 PM Mar 07, 2024Updated: 05:32 PM Mar 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় গুজবের জের। ফের ছেলেধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠল তামিলনাড়ুতে। এনিয়ে গত ১৫ দিনে এটি তৃতীয় ঘটনা। ফলে এই ধরনের গুজব ছড়ানো থেকে সকলকে বিরত থাকার জন্য কড়া নির্দেশ দিয়েছে পুলিশ।   

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভেলোরে। আক্রান্ত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ। তিনি আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা। গত কয়েকিদন ধরে হোয়াটসঅ্যাপে ওই এলাকায় অপহরণ সংক্রান্ত ভুয়ো খবর ছড়িয়েছিল। যা নিয়ে আতঙ্কে ছিলেন বাসিন্দারা। এনিয়ে পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে এক ভুয়ো বার্তা পেয়ে ওই এলাকার লোকজন ব্যক্তিটিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। বিশ্বনাথ মানসিকভাবে ভারসাম্যহীন। কয়েকদিন ধরেই তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। এই ঘটনার পরই পুলিশের তরফে সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, ভুয়ো খবরে অনেক সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কেউ যেন এই ধরণের গুজব না ছড়ায়।

[আরও পড়ুন: নতুন ভারতের পথ দেখাচ্ছে BRO-র মহিলা আধিকারিকরা, জোর নারীর ক্ষমতায়নে]

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই চেন্নাইতেও হোয়াটসঅ্যাপে গুজব ছড়ানোর জেরে হেনস্তার শিকার হয়েছিলেন এক রূপান্তরিত মহিলা। তিনি একটি নামকরা আইটি ফার্মের কর্মী ছিলেন। তাঁকেও অপহরণকারী সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হয়েছিল। এর আগে বহুবার সোশাল মিডিয়ায় ভুয়ো খবরের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফে বারবার এই বিষয়ে সচেতন করা হয়েছে। কিন্তু তাতে খুব একটা কাজের কাজ কিছু হয়নি। আক্রান্ত হতে হয়েছে নিরীহ মানুষদের। 

[আরও পড়ুন: উন্নয়ন মন্ত্রে কাবু সন্ত্রাস-দানব! ৩৭০ ধারা রদের পর কাশ্মীরে দাঁড়িয়ে কী বার্তা মোদির?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement