shono
Advertisement
PM Modi

'সম্পদের পুনর্বণ্টনে' ইউটার্ন রাহুলের, কংগ্রেসকে বিঁধতে মোদির হাতিয়ার এলআইসির স্লোগান

'জিন্দেগি কে সাথ ভি, জিন্দেগি কে বাদ ভি' সম্পত্তি লুট করবে কংগ্রেস, তোপ মোদির।
Posted: 02:42 PM Apr 24, 2024Updated: 03:58 PM Apr 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সম্পদের পুনর্বণ্টন’ নিয়ে স্যাম পিত্রোদার প্রস্তাবকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ছত্তিশগড়ে সভা থেকে তিনি বলেন, কংগ্রেসের 'বিপজ্জনক উদ্দেশ্য প্রকাশ্যে এসে গিয়েছে। ওরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির উপরেও কর বসানোর পরিকল্পনা করছে। এলআইসি স্লোগান উল্লেখ করে মোদি বলেন, 'জিন্দেগি কে সাথ ভি, জিন্দেগি কে বাদ ভি' জনতার সম্পদ লুট করতে চাইছে কংগ্রেস। যদিও পিত্রোদার মন্তব্যকে ইতিমধ্যে নিজেদের ঘাঁড় থেকে ঝেড়ে ফেলেছে কংগ্রেস (Congress)। এমনকী 'সম্পদের সমীক্ষা' সংক্রান্ত নিজের মন্তব্য থেকে সরলেন খোদ রাহুল গান্ধীও (Rahul Gandhi)।

Advertisement

মা-বাবার মৃত্যুর পর সম্পত্তির পুরোটা পাবেন না সন্তান, একটি অংশ চলে যাবে সরকারের কাছে, দেশের কাজে। পিত্রোদার এই প্রস্তাবে নিয়েই যত কাণ্ড। আদতে সম্পদের সমবণ্টনের কথা বললেও কংগ্রেসের জন্য গোটা বিষয়টা বুমেরাং হয়ে উঠেছে। বুধবার ছত্তিশগড়ের সুরগুজার সভায় মোদি বলেন, 'কংগ্রেস হল রাজপরিবার। রাজপুত্রের প্রধান পরামর্শদাদা এর আগে বলেছিলেন, মধ্যবিত্তের আরও বেশি কর দেওয়া উচিত। এখন একধাপ এগিয়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে কর বসানোর কথা বলছে।' এলআইসির স্লোগান উল্লেখ করে মোদি দাবি করেন, কংগ্রেসের উদ্দেশ্য হল জীবিত অবস্থায় তো বটেই, মৃত্যুর পরেও আপনার সম্পত্তি লুট করা।

 

[আরও পড়ুন: ভোটের মাঝে ৫ কোটি টাকা চেয়ে উদয়ন গুহকে চিঠি KLO’র, তুমুল চাঞ্চল্য]

সম্পদের পুনর্বণ্টন নিয়ে বিজেপির অভিযোগে বুধবার মুখ খুলেছেন রাহুল। তিনি বলেন 'সম্পদের সমীক্ষা'র উদ্দেশ্য হল-অসম বণ্টনের ফলে দেশের গরিব জনতার সঙ্গে কতখানি অবিচার হয়েছে, তা খতিয়ে দেখা। রাহুল বলেন, 'আমি বলিনি এখনই ব্যবস্থা নেব। আমি শুধু বলছি, অনুসন্ধান করে দেখা হোক যে কতখানি অন্যায় হয়েছে।' মোদিকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বলেন, 'কতটা অবিচার হয়েছে জানতে অনুসন্ধান চলবে, একথা বলতেই দেখুন কেমন প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওরা বলছে এটা নাকি দেশকে ভাঙার চেষ্টা। আদতে সম্পদের সমীক্ষার মাধ্যমে দেশের প্রকৃত সমস্যা জানা যাবে।'

 

[আরও পড়ুন: ২০১৭ সালের টেটের প্রশ্নে আদৌ ভুল ছিল? জানতে বিশেষ কমিটি গঠন হাই কোর্টের]

রাহুল আরও বলেন, 'জাতি গণনার মাধ্যমে সম্পদের সমীক্ষা হবে, একথা শুনতেই ভয় পাচ্ছেন দেশভক্তরা।' অভিযোগ করেন, 'দেশের ৯০ শতাংশ মানুষের সঙ্গে অন্যায় হয়েছে। অবিচার খতিয়ে দেখা হবে বলতেই প্রধানমন্ত্রী এবং বিজেপি আমাকে আক্রমণ শুরু করেছে। আমাদের সরকার গঠন হতেই প্রথম কাজ হবে জাতিগত জনগণনা।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement