shono
Advertisement

গোড়ালিতে চোট নিয়েই বিশ্বকাপে আগুন ধরিয়েছিলেন! দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে অনিশ্চিত শামি

টি-টোয়েন্টি বিশ্বকাপে কি দেখা যাবে শামিকে?
Posted: 02:29 PM Dec 06, 2023Updated: 03:47 PM Dec 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোড়ালির চোটের জন্য অস্বস্তি ছিল। সেই অস্বস্তি নিয়েই বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছেন মহম্মদ শামি। বিশ্বকাপ হয়ে গিয়েছে। এখন একটু একটু করে ঝুলি থেকে বেরোচ্ছে অজানা সব তথ্য। গোড়ালির চোট কি  শেষ পর্যন্ত শামিকে ছিটকে দেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেও? ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানা যাচ্ছে গোড়ালির চোটের জন্য প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনিশ্চিত শামি। 
সেই প্রতিবেদন অনুযায়ী, গোটা বিশ্বকাপেই গোড়ালির অস্বস্তি নিয়ে খেলতে হয়েছিল শামিকে। ডেলিভারি করার সময়ে পা যখন মাটিতে ল্যান্ড করত,  তখন প্রবল যন্ত্রণা হত। সেই যন্ত্রণা উপেক্ষা করেই শামি দেশের হয়ে নিজেকে নিংড়ে দিয়েছিলেন। 

Advertisement

[আরও পড়ুন: শাহিন আফ্রিদিদের হেডস্যর হবেন? স্বয়ং জাদেজা দিলেন জবাব]

 

এতদিন পর্যন্ত ড্রেসিং রুমের খবর বাইরে বেরিয়ে আসেনি। এখন বেরিয়ে আসছে সেই সব তথ্য। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটের দল ঘোষণা করা হয়েছে। টেস্ট দলে কেবল জায়গা পেয়েছেন শামি। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে শামিকে পাওয়া যাবে কিনা তা নিয়ে কিন্তু এখন সন্দেহ তৈরি হয়েছে। চোট পুরোদস্তুর না সারলে শামিকে কি পাঠানো হবে? শামিকে ঘিরে এখন প্রশ্নের পর প্রশ্ন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে নেই শামির নাম। প্রশ্ন উঠেছে তাঁর ওয়ানডে ও টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে। খবর অনুয়ায়ী, টেস্ট কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য আপাতত সীমিত ওভারের ক্রিকেট থেকে দূরে সরে থাকতে হবে তাঁকে। প্রতিবেদন অনুয়ায়ী, গোড়ালির সেই চোট প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনিশ্চিত করে তুলেছে শামিকে। 
শামির চোট কতটা গুরুতর, সেই ব্যাপারে কিছু জানায়নি বোর্ড। কিন্তু এখন জানা যাচ্ছে বিশ্বকাপ চলাকালীন গোড়ালির চোট ভুগিয়েছে তাঁকে। সেই চোটের জন্যই অনিশ্চিত তাঁর দক্ষিণ আফ্রিকা সফর। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে। মেগা টুর্নামেন্টে শামিকে পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তবে যদি-কিন্তু একটা থেকেই যাচ্ছে। আইপিএলে শামিকে দেখার পরই স্থির হবে তাঁর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভবিষ্যৎ। 

[আরও পড়ুন: কতদিন আইপিএল খেলবেন? টুর্নামেন্টে নিজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন ম্যাক্সওয়েল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement