সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছেন তিনি। ২৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। সেই মহম্মদ শামি (Mohammed Shami) তীব্র আক্রমণ করলেন প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজাকে (Hasan Raja)। এক সাক্ষাৎকারে শামি বললেন, ওদের প্রচণ্ড ঈর্ষা। এত ঈর্ষা নিয়ে ভালো কিছু করা কঠিন।
বিশ্বকাপের সময়ে হাসান রাজা একাধিক অভিযোগ এনেছিলেন ভারতের বিরুদ্ধে। ভারতের সাফল্যে ঈর্ষান্বিত হাসান রাজাকে বলতে শোনা গিয়েছিল, ভারতীয় পেসারদের আলাদা বল দিয়েছে বিসিসিআই ও আইসিসি। অন্যান্য বলের থেকে সেই বল বেশি সুইং করে। বল বিকৃতির অভিযোগ আনা হয়েছিল। ডিআরএস-কে ব্যবহার করেছে ভারত। হাসান রাজার মন্তব্য প্রবল বিতর্কের জন্ম দিয়েছিল। পাকিস্তানের কিংবদন্তি প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম পর্যন্ত সমালোচনা করেছিলেন হাসান রাজার মন্তব্যের।
[আরও পড়ুন: ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার কোহলির, ভুগছে ভারত, বিরাটের অনুপস্থিতি প্রসঙ্গে অকপট ইংল্যান্ডের প্রাক্তন তারকা]
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শামি তীব্র সমালোচনা করেছেন হাসান রাজার। শামিকে বলতে শোনা গিয়েছে, ”ক্রিকেটকে রসিকতায় পর্যবসিত করেছে ওরা। আমরা একে অপরের সাফল্য মেনে নিতে পারি না। প্রশংসা করা হলে সবাই খুব খুশি হয়। কিন্তু হেরে গেলে মনে করা হয় প্রতারণার শিকার হয়েছে। সাম্প্রতিক কালে ওরা আমাদের ধারেপাশে আসতে পারেনি। পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন। হিংসায় জ্বলে যাচ্ছে ওরা, তা প্রকট ওদের ব্যবহারে। তবে এত হিংসা থাকলে ভালো ফলাফল পাওয়া সম্ভব নয়।”
বিশ্বকাপের পরে জানা যায়, বাংলার পেসার গোড়ালির চোট নিয়ে খেলেছিলেন মেগা টুর্নামেন্টে। গোড়ালির চোট না সারায় বিশ্রামে শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেও তিনি নেই। বাংলার পেসার মাঠে কবে ফেরেন, সেই দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।