shono
Advertisement

প্রতিবাদে বড় ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিল মোহনবাগান

দীর্ঘদিন ধরে আইএফএ-র কাছে টেলিভিশন স্বত্ত্বের ভাগ চেয়ে আসছে দুই প্রধান৷ সঙ্গে টিকিট বিক্রির লভ্যাংশের ভাগও৷ দল চালাতে ক্রমবর্ধমান খরচে নাভিশ্বাস ওঠা দুই ক্লাব অনেকদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিল৷ The post প্রতিবাদে বড় ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিল মোহনবাগান appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Jun 16, 2016Updated: 02:55 PM Jun 16, 2016

স্টাফ রিপোর্টার: আসন্ন ঘরোয়া লিগে কোনও প্রদর্শনী ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিল মোহনবাগান৷ বুধবার ক্লাব তাঁবুতে কার্যকরী সমিতির সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিলেন সদস্যরা৷ প্রদর্শনী ম্যাচের আড়ালে আসলে রয়েছে বড় ম্যাচ৷ আইএফএ-র দীর্ঘ বঞ্চনার প্রতিবাদ জানাতেই ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের এই সিদ্ধান্ত৷ ফলে ঘরোয়া লিগে এবার মোহনবাগান-ইস্টবেঙ্গল, মোহনবাগান-মহামেডান ম্যাচ অনিশ্চিত হয়ে পড়ল৷
এদিনের সভায় আরও ঠিক হয়েছে, ঘরোয়া লিগে কোচের দায়িত্বে থাকবেন শঙ্করলাল চক্রবর্তী৷ লিগ শেষ হওয়ার পর চিফ কোচ হিসাবে যোগ দেবেন সঞ্জয় সেন৷ একইসঙ্গে ভারতীয় ফুটবলের একমাত্র দ্রোণাচার্য সৈয়দ নঈমুদ্দিনকে এবারের মোহনবাগান রত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷
দীর্ঘদিন ধরে আইএফএ-র কাছে টেলিভিশন স্বত্ত্বের ভাগ চেয়ে আসছে দুই প্রধান৷ সঙ্গে টিকিট বিক্রির লভ্যাংশের ভাগও৷ দল চালাতে ক্রমবর্ধমান খরচে নাভিশ্বাস ওঠা দুই ক্লাব অনেকদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিল৷ কিন্তু তাদের দাবিতে কর্ণপাতই করেনি আইএফএ৷ অবশেষে লড়াইয়ের পথই বেছে নিল মোহনবাগান৷ তারই প্রথম পদক্ষেপ, প্রদর্শনী ম্যাচ না খেলার সিদ্ধান্ত৷ বৈঠক শেষে সভাপতি স্বপন সাধন বোস ও সচিব অঞ্জন মিত্রকে পাশে বসিয়ে অর্থ সচিব দেবাশিস দত্ত বলেন, “দুই প্রধানের খেলা, বিশেষ করে বড় ম্যাচের উপর নির্ভর করেই স্পনসররা বিনিয়োগ করে৷ অথচ আমরা তার সামান্য অংশও পাইনা৷ একটা না একটা সময় প্রতিবাদ জানাতেই হত৷ আমাদের হয়তো পয়েন্ট কাটা যাবে৷ আর সত্যি বলতে কী, কলকাতা লিগের এখন আর কোনও গুরুত্ব নেই৷ আই লিগের দল তৈরি করার মঞ্চ হিসাবেই আমরা কলকাতা লিগকে দেখছি৷”
মোহনবাগান কর্তাদের এই সিদ্ধান্তে অবাক আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়৷ ফোনে যোগাযোগ করা হলে বলেন, “ওরা সরকারিভাবে আমাদের কিছু জানায়নি৷ আগে জানাক, তারপর ওঁদের সঙ্গে কথা বলে যা বলার বলব৷” আইএফএ সূত্রের খবর অনুযায়ী টেলিভিশন চ্যানেল থেকে যে পরিমাণ টাকা পাওয়া যায়, তার বেশিরভাগটাই চলে যায় লিগ আয়োজন করতে৷ তাই ক্লাবগুলির দাবি মানা যায় না৷ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানালেন, টেলিভিশন স্বত্ত্ব ও টিকিট বিক্রির লভ্যাংশের ভাগ দেওয়ার দাবি তাঁদেরও৷
এদিনের বৈঠকে আলোচনা হয় মোহনবাগান দিবস নিয়েও৷ করুণাশঙ্কর ভট্টাচার্য স্মৃতি সেরা ফুটবলার নির্বাচিত করা হয়েছে সোনি নর্ডি ও জেজেকে৷ এভারেস্ট বিজয়ী দুই বাঙালি দেবরাজ দত্ত এবং মলয় মুখোপাধ্যায়কে দেওয়া হবে বিশেষ সম্মান৷

Advertisement

The post প্রতিবাদে বড় ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিল মোহনবাগান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement