সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এফসি মেদিনীপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল নর্থ ২৪ পরগনা এফসি। প্রথম ম্যাচে কোপা টাইগার্স বীরভূমকে ৪-০ গোলে হারানোর পর হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল তারা। তবে রবিবার এফসি মেদিনীপুরকে হারিয়ে বেঙ্গল সুপার লিগে জয়ের সরণিতে ফিরল উত্তর চব্বিশ পরগনা।
নৈহাটি স্টেডিয়ামে দুরন্ত শুরু করে তারা। ১২ মিনিটেই নর্থ চব্বিশ পরগনাকে এগিয়ে দেন তারক হেমব্রম। তবে হাল ছাড়েনি মেদিনীপুর। পালটা আক্রমণ শানায় তারাও এর ফলও পায় হাতেনাতে। ৪৪ মিনিটে আশিসের গোলে সমতায় ফেরে মেদিনীপুর। প্রথমার্ধ শেষ হয় ১-১ অবস্থায়।
দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। দুই পক্ষই এগিয়ে যাওয়ার চেষ্টায় প্রেসিং ফুটবলে মন দেয়। তবে উত্তর চব্বিশ পরগনায় তারকের মতো তারকা থাকলে চিন্তা কী? তিনিই পার্থক্য গড়ে দেন। ৭৫ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় নর্থ চব্বিশ পরগনা। সেটাই ছিল জয়সূচক গোল। ম্যাচ সেরা পুরস্কারও পান তিনি।
বেঙ্গল সুপার লিগের নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও ব্যারেটোর দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের কাছে ১-৩ গোলে হারতে হয়েছিল এফসি মেদিনীপুরকে। তাদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন সুদীপ কুমার দাস। গত বৃহস্পতিবার বর্ধমান ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল তারা। রবিবার ভালো খেলেও জয় অধরা রইল তাদের। এই হারের পর পয়েন্ট টেবিলে ছয়ে থাকল তারা।
উল্লেখ্য, নর্থ ২৪ পরগনার থেকে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দু'নম্বরে ব্যারেটোর দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। তৃতীয় জেএইচআর রয়্যাল সিটি এফসি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ সুন্দরবন বেঙ্গল অটো এফসি।
