shono
Advertisement

Basirhat: দেহ দাহ শুরু হতেই পোড়া বালিশ থেকে বেরল কাঁড়ি কাঁড়ি ৫০০ টাকা! শোরগোল বসিরহাটে

আধপোড়া নোট বদলাতে গিয়ে বিপাকে পরিবারের সদস্যরা।
Posted: 11:08 AM Nov 01, 2023Updated: 03:03 PM Nov 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃতদের দাহ শুরু হতেই পোড়া বালিশ থেকে বেরল ৫০০ টাকার নোট! ঘটনাকে কেন্দ্র করে শোরগোল বসিরহাটের ঘোজাডাঙায়। বৃদ্ধের কীর্তিতে হতবাক পরিবারের সদস্যরাও।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম নিমাই সর্দার। উত্তর ২৪ পরগনার বসিরহাটের(Basirhat) বাসিন্দা তিনি। পেশায় রিকশা চালক। বয়সজনিত অসুখে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। দিন সাতেক আগে তাঁর মৃত্যু হয়। স্বাভাবিক নিয়ম মেনেই ঘোজাডাঙা এলাকার একটি শ্মশানে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য। দেহ চিতায় তুলে দাহ শুরু হতেই চক্ষুচড়কগাছ।

[আরও পড়ুন: ‘টাটা সিঙ্গুর ছাড়ার দায় মমতার নয়’, সিপিএমকেই কাঠগড়ায় তুললেন মাস্টারমশাই]

দেখা যায়, চিতায় জ্বলছে একাধিক ৫০০ টাকার নোট। দেখা যায়, বালিশের মধ্যে ছিল সেই টাকা। স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় ঘটনাকে কেন্দ্র করে। জানা গিয়েছে, বালিশে ব্যাগের ভিতরে ৫০০ টাকার নোটে মোট ১৬ হাজার টাকা ছিল। যার অধিকাংশই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃদ্ধের পরিবারের সদস্যরা ওই টাকা পরিবর্তনের জন্য ব্যাঙ্কে গিয়েছিলেন, কিন্তু তাতে কোনও কাজ হয়নি। পরবর্তীতে হাবড়ার এক ব্যবসায়ীর তৎপরতায় আধপোড়া নোটগুলো পরিবর্তন করা হয়।

[আরও পড়ুন: এবার শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ কাকলির, ১০০ কোটির মানহানি মামলার হুঁশিয়ারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার