সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল রাজ্যের কোভিড গ্রাফ। আগের দিনই দৈনিক সংক্রমণ পেরিয়েছিল ১৮০০। এরই মাঝে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে স্বস্তি। এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৩২ জন। তাঁদের মধ্যে উত্তর ২৪ পরগনার ৩৪৩ জন। কলকাতার ৩৪২ জন।
রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১১৩২ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৮০০-র উপরে। এর মধ্যে শুধু উত্তর ২৪ ঘণ্টায় একদিনে আক্রান্ত ৩৪৩ জন। অর্থাৎ সংক্রমিতের নিরিখে শীর্ষে ওই জেলা। এরপরই সংক্রমিতের তালিকায় রয়েছে কলকাতা। এই জেলায় একদিনে আক্রান্ত যথাক্রমে ৪৪২। ফলে রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৩৫ হাজার ৬১৭ জন। বর্তমানে দৈনিক পজিটিভিটি বেড়ে ১৫.১২ শতাংশ। এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২২৫ জন।
[আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে রানি রাসমণির সঙ্গে তুলনা, এবার সমালোচনার মুখে বাগদার TMC বিধায়ক]
বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫৭৬ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৩ হাজার ২৫৩ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ১০,৬৯৪ জন। আর হাসপাতালে ভরতি ৪৪৫ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া বেড়ে দাঁড়ল ১১,১৩৯ জনে।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৭ হাজার ৪৭৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ হাজার ৮৩ জনকে। এদিকে কোভিড বাড়তে থাকায় উত্তরবঙ্গ মেডিক্যাস কলেজ ও হাসপাতালে ভরতির ক্ষেত্রে কিছু নির্দেশিকা জারি হয়েছে। কমপক্ষে ২ দিন জ্বর থাকতে হবে। শ্বাসকষ্টের সমস্যা থাকতে হবে। শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের কম হতে হবে।