shono
Advertisement

COVID-19: রাজ্যে নিম্নমুখী মৃত্যু, চিন্তা বাড়াচ্ছে দার্জিলিংয়ের কোভিড গ্রাফ

সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ।
Posted: 06:48 PM Jun 27, 2021Updated: 09:35 PM Jun 27, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ সুস্থ হচ্ছে বাংলা। বিগত ৭ দিনের মতোই গত ২৪ ঘণ্টাতেও নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID-19) গ্রাফ। কমেছে মৃত্যুও। একদিনে করোনার বলি হয়েছেন ২৯ জন। সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ।

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৮৩৬ জন রাজ্যবাসী। তাঁদের মধ্যে ২০৬ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৯১ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৮৩ জন। পশ্চিম মেদিনীপুর চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৮০ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯৪,৯৪৯।

[আরও পড়ুন: নদিয়ায় গেরুয়া শিবিরে ধাক্কা, এবার BJP ছেড়ে তৃণমূলে মুকুল রায়ের নির্বাচনী এজেন্ট]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ২৯ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এদিনের মৃতদের মধ্যে ৯ জন করে উত্তর ২৪ পরগনা ও কলকাতার। জলপাইগুড়িতে (Jalpaiguri) মৃত্যু হয়েছে ৫ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৬১২ জনের। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২,০২২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৫৫, ৪৫৩। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩৬ শতাংশ। সুস্থতার হার স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে রাজ্যবাসীকে। উল্লেখ্য, করোনাকে বাগে আনতে ১ মাসেরও বেশি সময় ধরে রাজ্যে জারি রয়েছে কড়ানিষেধ। অল্প সংখ্যক কর্মীদের নিয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা হলেও বন্ধ সমস্ত গণপরিবহণ। কতদিনে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই অপেক্ষায় রাজ্যবাসী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement