সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে আমজনতার। তবে গত ২৪ ঘণ্টার গ্রাফ তুলনামুলকভাবে স্বস্তিদায়ক। কারণ, একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৪ জন। আগের দিন যা ছিল ৩৬২।
মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২২৪ জন। তাঁদের মধ্যে ১১৫ জন কলকাতার। যা আগের দিনের তুলনায় কম। একধাক্কায় অনেকটা কমেছে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। যদিও এদিন টেস্টিংয়ের সংখ্যা গতকালের তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ৪.১৯ শতাংশ। যা আগের দিনের তুলনায় বেশি। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ২২ হাজার ১৪১ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। তবে এদিন করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য। সব মিলিয়ে এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৯ জন।
[আরও পড়ুন: ভুল টিকা দেওয়ার অভিযোগ, শিশুর মৃত্যুতে আশাকর্মীকে বেধড়ক মার পরিবারের, উত্তপ্ত ধূপগুড়ি]
বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৯২ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৮ হাজার ৮৮৮ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ১৯৮৮ জন। আর হাসপাতালে ভরতি ৫৬ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া লাগিয়ে বেড়ে দাঁড়ল ২০৪৪ জনে।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৫ হাজার ৩৪১ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৪ লক্ষ ৭১ হাজার ৭৮৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৬৬ হাজার ১৩৫ জন।