সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসছে করোনার তৃতীয় ঢেউ। আগেভাগেই ভাইরাস মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্যে। এর ফলে রাজ্যের করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এখনও জারি একাধিক বিধিনিষেধ। তা সত্ত্বেও মাঝে মধ্যেই এক ধাক্কায় বাড়ছে কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের খানিকটা বাড়ল নতুন আক্রান্তের সংখ্যা। একদিনে বাংলায় নতুন করে সংক্রমিত ৬১৩। করোনার বলি ১২ জন। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৯৫ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ ফের দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। একদিনে সংক্রমিত সেখানকার ৮৯ জন।
[আরও পড়ুন:Saayoni Ghosh: ফের সায়নীর নিশানায় মোদি, জেলা সফরে গিয়েই কটাক্ষ প্রধানমন্ত্রীকে ]
দৈনিক সংক্রমণের তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে সেখানকার ৪০ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে পূর্ব মেদিনীপুর। সেখানে একদিনে সংক্রমিত ৩৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৪৯ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪৪,১০৯।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় খানিকটা হলেও বেড়েছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে নদিয়া (Nadia) ও হুগলি। একদিনে করোনার বলি সেখানকার ৩ জন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩৮৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭২০ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১৬,৫০৯। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২১ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৭,৩০,৫৫৫ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।