সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে সংক্রমণ ধীরে ধীরে কমলেও গত কয়েকদিনে কলকাতায় বাড়ছিল নতুন আক্রান্তের সংখ্যা। ফলে দুশ্চিন্তায় পড়েছিলেন তিলোত্তমার বাসিন্দারা। অবশেষে স্বস্তি। একধাক্কায় অনেকটা কমল কলকাতার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফও। নতুন করে করোনা থাবা বসিয়েছে ৬৫০ জনের শরীরে। কমেছে পজিটিভিটি রেট। করোনার বলি ৬ জন।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৮৮ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ কলকাতাকে (Kolkata) ছাপিয়ে সংক্রমণের নিরিখে ফের প্রথমে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা (Kolkata)। একদিনে সংক্রমিত সেখানকার ৮৭ জন।
[আরও পড়ুন: আবাসিক হোমে নাবালকদের উপর যৌন নির্যাতন! গুরুতর অভিযোগে সোনারপুরে গ্রেপ্তার ২]
দৈনিক সংক্রমণের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সেখানকার ৫৯ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে নদিয়া। সেখানে একদিনে সংক্রমিত ৪৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৫৮ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪৭,৫৮৪।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৬ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে হুগলি। একদিনে করোনার বলি সেখানকার ১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৪২৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৮৩ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,২০,০৫৫। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৯,৪০,৪২৭ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।