সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর তিনদিন রাজ্যের দৈনিক সংক্রমণ সাড়ে সাতশোর বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫১ জন। কমেছে মৃত্যু। একদিনে করোনার বলি ১০ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। যা আশার আলো জোগাচ্ছে রাজ্যবাসীকে।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১২৫ জন কলকাতার (Kolkata) । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম ওই জেলা। আগের দিনের তুলনায় খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১২৪ জন। অর্থাৎ ওই জেলায় নিম্নমুখী কোভিড গ্রাফ।
[আরও পড়ুন: শিলিগুড়ির বিজেপি বিধায়কের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, টাকা দাবি প্রতারকের]
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে সেখানকার ৬০ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৫৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৮০ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৫৬,৯০৮।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১০ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে নদিয়া। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৫৭৭ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৫৭ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৩০,১৪৪। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।