shono
Advertisement
IPL 2024

ইডেনে ছক্কার বৃষ্টি কলকাতা-পাঞ্জাব ব্যাটারদের, এক ম্যাচে ৪২ ছয় মেরে রেকর্ড আইপিএলে

Published By: Arpan DasPosted: 12:06 AM Apr 27, 2024Updated: 12:38 AM Apr 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL 2024) শুক্রবার মুখোমুখি হয়েছিল কলকাতা (Kolkata Knight Riders) আর পাঞ্জাব (Punjab Kings)। ইডেনের ম্যাচে নাইটদের বিরাট রানের পাহাড় অনায়াসে টপকে যান স্যাম কুরানরা। ৮ বল বাকি থাকতেই ২৬২ রান তাড়া করে পাঞ্জাব। জনি বেয়ারস্টোর অপরাজিত ১০৮ রানের সুবাদে ৮ উইকেটে জেতে তারা। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতা। একই সঙ্গে এই ম্যাচে সবচেয়ে বেশি ছয়ও মারা গেল।

Advertisement

এদিন দুদলের ব্যাটার মিলিয়ে মোট ৪২টি ছয় মারেন। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে আজ পর্যন্ত এক ম্যাচে এতগুলি ছয় হয়নি। প্রথমে ব্যাট করে ফিল সল্ট আর সুনীল নারিনের বিধ্বংসী ইনিংসে ২৬১ রান তোলে নাইট শিবির। যেখানে সল্ট মারেন ৬টি ছয়। নারিনের ব্যাট থেকে আসে ৪টি ছক্কা। তার পর ছয়ের ধারা অব্যাহত রাখেন ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, রমনপ্রীতরা। তাঁদের ব্যাট থেকে আসে ৭টি ছয়। সব মিলিয়ে নাইটদের প্রথম ইনিংসে ১৮টি ছয়ের বন্যায় ভেসে যায় ইডেন।

[আরও পড়ুন: ইডেনে কেকেআরের বোলিং লাইন আপে পরিবর্তন, স্টার্কের পরিবর্তে শ্রীলঙ্কান তারকা]

২৬২ রানের লক্ষ্য একপ্রকার অসম্ভবই ছিল পাঞ্জাবের কাছে। এমনিতেও ভালো ফর্মে নেই তারা। কিন্তু প্রথম থেকেই মারকুটে ব্যাটিং শুরু করেন প্রভসীমরন সিং আর জনি বেয়ারস্টো। প্রভসীমরনের ৫৪ রানের ইনিংসে ছিল ৫টি ছয়। অন্যদিকে বেয়ারস্টো একাই মারেন ৯টি ছয়। বলতে গেলে তাঁর হাতেই পরাস্ত হয় নাইটরা। শেষের দিকে এসে আরও ভয়ানক হয়ে ওঠেন শশাঙ্ক সিং। ৬৮ রানের ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৮টি ছয়। মাঝে রুসোও দুটি ছয় মেরে যান।

[আরও পড়ুন: বিশ্বকাপের ৩৬ দিন আগে ছয় ছক্কার মালিক যুবরাজ পেলেন বড় দায়িত্ব]

পাঞ্জাবের ব্যাটাররা মারেন ২৪টি ছয়। সব মিলিয়ে দু ইনিংসে মোট ৪২টি ছয় দেখলেন ইডেনের দর্শকরা। এর আগে ২০১৮ সালে বেঙ্গালুরু বনাম চেন্নাই ম্যাচে ৩৩টি ছয় মারা হয়েছিল। গত মরশুমে যখন ধোনি-কোহলিরা মুখোমুখি হন, সেই ম্যাচেও ৩৩টি ছয় এসেছিল। গত মাসে হায়দরাবাদ আর মুম্বইয়ের ম্যাচে ৩৮টি ছয় মারা হয়েছিল। হায়দরাবাদের সঙ্গে বেঙ্গালুরুর ম্যাচেও হাঁকানো হয় একই সংখ্যক ছক্কা। সেটাই ছিল সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড। এদিন বেয়ারস্টো-নারিনদের দাপটে সব রেকর্ড ভেঙে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement