shono
Advertisement

দুর্ঘটনায় মৃত্যু হনুমানের, দেহ আগলে কান্না শাবকের, পাশে অন্য বন্ধুরাও

চাঞ্চল্য দুর্গাপুরে।
Posted: 02:06 PM May 25, 2023Updated: 02:06 PM May 25, 2023

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: আবেগ কি শুধু মানুষেরই আছে? স্বজনহারার বেদনায় কি শুধুমাত্র মানুষই কাঁদে? একেবারেই না। এদিন স্বজনহারার বেদনায় কাঁদতে দেখা গেল হনুমান শাবককে। তাকে আগলে রাখতে ছুটে এল দলের অন্যরা। দেহ আগলে রাস্তায় বসে রইল দলের অন্য সদস্যরা। বৃহস্পতিবার এমনই দৃশ্যের সাক্ষী রইল দুর্গাপুরের অণ্ডালে।

Advertisement

 

 

[আরও পড়ুন: Abhishek Banerjee: অনুমতি ছাড়া জাতীয় সড়কে মিছিলের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে হাই কোর্টে শুভেন্দু]

ঘটনাস্থল অণ্ডালের উখড়ার শ্যামসুন্দরপুর। এদিন সকালে দলবদ্ধভাবে রাস্তা পার করছিল হনুমানের দল। প্রচণ্ড গতিতে চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পূর্ণবয়স্ক হনুমানকে ধাক্কা মারে। গতি এতটাই বেশি ছিল যে সময়মতো ব্রেক কষতে পারেননি চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় একটি হনুমানের। তার সঙ্গে থাকা শাবকটি দেহের পাশে বসে কাঁদতে শুরু করে। দীর্ঘক্ষণ কাঁদার পর ছুটে আসে দলের অন্য সদস্যরা। তারাও দেহের পাশে বসে থাকে।

[আরও পড়ুন: ইলিশ ১৬০০, খাসি ৮৫০, জামাইষষ্ঠীর সকালে পকেট ফাঁকা শ্বশুরের]

পরে শাবকটিকে সরিয়ে নিয়ে যায় বাকিরা। তবু তার কান্না থামেনি। পরে দেহ উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় উখড়া বনদপ্তরে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement