সুমন করাতি, হুগলি: পোলবায় (Polba) বিজেপি কর্মীর মায়ের রহস্যমৃত্যু। দিনভর নিখোঁজ থাকার পর উদ্ধার গলার নলিকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে প্রৌঢ়াকে। তবে কারণ নিয়ে ধোঁয়াশা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মহিলার নাম জ্যোৎস্না জানা। বয়স ৫৫ বছর। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের জগন্নাথবাটি গ্রামের বাসিন্দা তিনি। তাঁর দুই ছেলে। রাজকুমার ও রবি জানা। দুজনই অন্ধ্রপ্রদেশে গয়নার কাজ করেন। এর মধ্যে রাজকুমার এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। সূত্রের খবর, জ্যোৎস্নাদেবী ও তাঁর স্বামী বর্তমানে ইট ভাটায় থাকতেন। তাঁদের শারীরিক অবস্থাও বিশেষ ভালো নয়। মঙ্গলবার দুপুরে এক পুত্রবধূ জ্যোৎস্নাদেবীকে খুঁজতে গিয়ে তাঁকে পাননি। সন্ধের ইট ভাটা লাগোয়া পরিত্যক্ত কেমিক্যাল কারখানাপ ঝোপ থেকে উদ্ধার হয় নলিকাটা দেহ।
[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অব্যাহত সরস্বতী জট! বহিরাগতরা পুজোয় কেন? মামলা হাই কোর্টে]
খবর পেয়ে রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। মহিলা বউমা জানান, খুঁজে পাওয়া যাচ্ছে না জানতে পেরে তারা খুঁজতে শুরু করেন। পরে দেহ উদ্ধার হয়। তাঁর অভিযোগ, শাশুড়িকে খুন করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই বিজেপি নেতৃত্ব মৃতার বাড়ি যায়। কথা বলে পরিবারের সদস্যদের সঙ্গে। বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ বলেন, “রাজকুমার জানা বিজেপির সক্রিয় কর্মী। তাঁর মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঠিক কী ঘটেছে তা দেখতে হবে।”