shono
Advertisement

মেয়ের বাড়িতে বেড়াতে আসাই যেন কাল! নাতনির চোখের সামনে ‘খুন’ প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মা

মাস্ক পরা দুই অজ্ঞাতপরিচয় যুবক ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁকে খুন করে বলেই অভিযোগ।
Posted: 10:53 AM Sep 24, 2023Updated: 11:43 AM Sep 24, 2023

অর্ণব দাস, বারাসত: অপারেশনের পর বিশ্রাম নিতে মেয়ের বাড়িতে এসে সব শেষ। দুষ্কৃতী হামলায় খুন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মা। মাস্ক পরা দুই অজ্ঞাতপরিচয় যুবক ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁকে খুন করে বলেই অভিযোগ। সেই সময় একই বিছানায় শুয়েছিল তাঁর নাতনি। দত্তপুকুরের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় জোর চাঞ্চল্য।

Advertisement

দেবযায়ী সর্দার, দত্তপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। তাঁর মা বেবিরানি সর্দারের সদ্যই অস্ত্রোপচার হয়। তাই তিনি মেয়ের বাড়িতে আসেন বিশ্রাম নিতে। শনিবার রাতে নাতনির সঙ্গে একই বিছানায় ঘুমোন। নাতনির দাবি, রবিবার ভোরে দুজন মাস্ক পরা অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের বাড়িতে ঢোকে। সম্ভবত সকলের নজর এড়িয়ে ছাদের দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকে দিদার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। ঘুমের ভান করে সেই সময় চুপ করে শুয়েছিল কিশোরী। এরপর বাড়ি ছেড়ে বেরিয়ে যায় দুষ্কৃতীরা।

[আরও পড়ুন: টাকার বিনিময়ে টিকিট বিক্রি! বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে ইদ্রিশ আলি]

তারপরই পরিবারের লোকজনকে ঘটনার কথা জানায় সে। দুষ্কৃতীদের হামলায় মুখ থেঁতলে যায় বৃদ্ধার। ওই দুই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। কেন তাঁরা ওই মহিলার উপর হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। খুনের মোটিভ নিয়ে স্বাভাবিকভাবেই অত্যন্ত চিন্তিত তদন্তকারীরা। ক্লুয়ের খোঁজে ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নাতনিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: নেতা-মন্ত্রী থেকে পাশের গ্রামের লোক, ট্রেন দুর্ঘটনা রোখা মালদহের ‘হিরো’র বাড়িতে জনতার ঢল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার