shono
Advertisement

Breaking News

গাঁজার নেশা ছাড়াতে চরম শাস্তি, ছেলের চোখে লঙ্কাগুঁড়ো ঘষে দিলেন মা, ভাইরাল ভিডিও

মায়ের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
Posted: 07:29 PM Apr 05, 2022Updated: 08:53 PM Apr 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দশেক হল গায়েব ছিল গাঁজায় আসক্ত ১৫ বছরের ছেলে। এদিনই বাড়ি ফেরে সে। বাড়ি ফেরে নেশাগ্রস্ত অবস্থায়। সয্য হয়নি দিনমজুর মায়ের। তিনি চরম শাস্তি দিলেন ছেলেকে। একটি পোলের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ছেলের চোখে লঙ্কার গুঁড়ো ঘষে দিলেন। তেলেঙ্গানার (Telangana) এই ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

তেলেঙ্গানার একটি সংবাদ মাধ্যম সাক্ষীর (Sakshi) প্রতিবেদন অনুযায়ী, তেলঙ্গানার সূর্যপেট এলাকার বাসিন্দা অভিযুক্ত মা রমানাম্মা (Ramanamma)। তিনি পেশায় দিনমজুর। স্বামী রিক্সা চালান। ১৫ বছরের ছেলে কোভিড (Covid) পরিস্থিতির আগে স্কুলে পড়ত। মহামারীর কারণেই স্কুটছুট হয়। এরপরেই গাঁজায় আসক্ত হয়ে পড়ে সে। বারবার বলে, নানাভাবে চেষ্টা করেও ছেলের নেশা ছাড়াতে পারেননি মা। দিন দশেক নিরুদ্দেশ থাকার পর এদিন বাড়ি ফেরে ছেলে, তখনও সে নেশাগ্রস্ত ছিল। যা সহ্য করতে পারেননি মা। এরপরেই চরম সিদ্ধান্ত নেন। ছেলেকে একটি ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে তার চোখে লঙ্গার গুঁড়ো ঘষে দেন।

[আরও পড়ুন: ৯ স্ত্রী নিয়ে সুখের সংসারে ফাটল, কেন বিচ্ছেদ চান ব্রাজিলীয় মডেলের বউ?]

সাক্ষী জানিয়েছে, এক প্রতিবেশী ছেলের চোখে মায়ের লঙ্কার গুঁড়ো ঘষে দেওয়ার ওই ভিডিও রেকর্ডিং করেন। তিনিই সোশ্যাল মিডিয়ায় (Social Media) তা আপলোড করেন। যা মুহূর্তে ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral Video) হওয়া এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “যতক্ষণ না পর্যন্ত নেশা ছেড়ে দেওয়ার কথা দেয় ছেলে ততক্ষণ মা তার চোখে লঙ্কা গুঁড়ো ঘষতেই থাকেন।”

এদিকে এই ঘটনায় মা রমনাম্মার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেছে পুলিশ। যদিও মা জানিয়েছেন, তিনি বাধ্য হয়েই এই কাজ করেছেন। এমন বহুবার ঘটেছে যে নেশা করে ছেলে রাস্তায় পড়ে থেকেছে, তিনি ও তাঁর স্বামী ছেলেকে তুলে বাড়ি নিয়ে এসেছেন।

[আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ফের সরব তৃণমূল, NDA’র অন্দরেই অশান্তির ইঙ্গিত]

প্রসঙ্গত, গত রবিবারই মাদক মামলায় হায়দরাবাদের একটি পাব থেকে ১৫০ জনকে আটক করেছিল পুলিশ। বানজারা হিলসের ওই পাবে ছিল হাইপ্রোফাইল পার্টি। সেদিন পুলিশ যাঁদের আটক করেছিল তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী নীহারিকা কোনিডেলা এবং তেলেগু বিগ বস সিজন থ্রির বিজেতা এবং গায়ক রাহুল সিপলিগঞ্জ প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার