shono
Advertisement

মহিলার রক্তচাপ বলবে সন্তান ছেলে হবে না মেয়ে!

প্রকাশ্যে চমকপ্রদ তথ্য৷ The post মহিলার রক্তচাপ বলবে সন্তান ছেলে হবে না মেয়ে! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 PM Jan 13, 2017Updated: 03:33 PM Jan 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গর্ভবতী মহিলাদের রক্তচাপ বলে দিতে পারে সন্তান ছেলে হবে না মেয়ে৷ সম্প্রতি এক সমীক্ষায় জানতে পারা গিয়েছে, মাতৃত্বকালীন অবস্থায় মহিলাদের রক্তচাপ সন্তানের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হবু মায়ের রক্তচাপ বেশি থাকলে পুত্রসন্তান জন্মাবার সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে রক্তচাপ কম থাকলে কন্যাসন্তান জন্মাবার সম্ভাবনা বেশি থাকে বলে জানা গিয়েছে৷

Advertisement

কানাডার মাউন্ট সিনাই হাসপাতালের প্রসিদ্ধ এন্ডক্রিনোলজিস্ট ও গবেষক ড. রবি রেত্নাকরণ এই বিষয়টি সম্পর্কে এমন বক্তব্য রেখেছেন৷

প্রসঙ্গত, ২০০৯ সালে ৩৩৭৫ জন মহিলার উপর এক সমীক্ষা চালানো হয়৷ এই মহিলাদের মধ্যে ১৬৯২ জন মহিলার রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, কোলেস্টেরলের পরিমাণ বেশি৷

শেষমেষ ১,৪১১ জন মহিলার পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা ৭৩৯ জন পুত্রসন্তান এবং ৬৭২ জন কন্যাসন্তানের জন্ম দেন৷ জানা গিয়েছে, যে হবু মায়েদের রক্তচাপ, শর্করার পরিমাণ, সিগারেট খাওয়ার অভ্যাস এবং কোলেস্টেরল বেশি রয়েছে তাঁরা পুত্র সন্তান জন্ম দিয়েছেন৷ যাঁদের দেহে এর প্রভাব কম, তাঁরা কন্যা সন্তান জন্ম দিয়েছেন৷

The post মহিলার রক্তচাপ বলবে সন্তান ছেলে হবে না মেয়ে! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement