shono
Advertisement

অনলাইনে রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যবসা, শেষে পুলিশের জালে বিজেপি নেতা

কীভাবে চলত এই চক্র? The post অনলাইনে রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যবসা, শেষে পুলিশের জালে বিজেপি নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:43 AM May 20, 2017Updated: 04:14 AM May 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা৷ ধৃত নীরজ শাক্য মধ্যপ্রদেশ রাজ্য বিজেপির মুখপাত্র পদে ছিলেন৷ শুক্রবার তাঁকে ভোপাল থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে অভিযুক্তকে৷

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই মধুচক্র চালাচ্ছিল অভিযুক্ত এবং তার সঙ্গীরা৷ এর জন্য সেই সাইটগুলি ব্যবহার করা হত যেখানে সাধারণত বেকার যুবক-যুবতীরা চাকরি পাওয়ার আশায় নিজেদের তথ্য দিয়ে থাকেন৷ সেই তথ্যগুলি কাজে লাগানো হত৷ তারপর সেখান থেকে বেছে বেছে কিছু মহিলাকে চাকরির টোপ দিয়ে ভোপালে নিয়ে আসা হত৷ সেখানেই তাঁদের দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হত৷

[ঘুষ ও অপহরণের অভিযোগে গ্রেপ্তার মহিলা পুলিশ আধিকারিক]

শোনা গিয়েছে, শুক্রবার ভোপালের ই সেভেন এলাকার এক ফ্ল্যাট থেকে হাতেনাতে নীরজ শাক্য ও আরও আট জনকে গ্রেপ্তার করা হয়৷ চার যুবতীকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে৷ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একটি নোটবুকও৷ যাতে বেশ কিছু হেভিওয়েট নামও নাকি পাওয়া গিয়েছে৷ সেই সঙ্গে মিলেছে প্রচুর মহিলার নাম ও ফোন নম্বর৷ সে তালিকা দেখে পুলিশের অনুমান, এই কাজের জন্য সাধারণত উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের মেয়েদেরই টার্গেট করা হত৷

[মুম্বই কাঁটায় বিদ্ধ হয়ে আইপিএল থেকে বিদায় নিল নাইটবাহিনী]

বিষয়টি প্রকাশ্যে আসলে প্রথমে বিজেপির তরফ থেকে ঘটনার সত্যতা অস্বীকার করা হয়েছিল৷ কিন্তু পরে নীরজ শাক্যকে ভোপাল পুলিশের সাইবার সেল গ্রেপ্তার করলে রাজ্যের মুখপাত্রকে দল থেকে প্রায় সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হয়৷ শনিবারই ধৃতদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে৷ শাক্য-সহ বাকিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ এই ঘটনার জাল কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা চলছে৷

[সমাধির কাছে যান বিক্রম, চায় না সনিকার পরিবার]

The post অনলাইনে রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যবসা, শেষে পুলিশের জালে বিজেপি নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement