shono
Advertisement

আদিবাসী যুবকের মুখে প্রস্রাব ‘বিজেপি কর্মী’র, মানতে না পেরে দল ছাড়লেন নেতা

স্থানীয় বিধায়কের মদতেই এমন কাণ্ড বিজেপি কর্মীর, মত দলত্যাগী নেতার।
Posted: 01:08 PM Jul 10, 2023Updated: 01:08 PM Jul 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার জেরে পদত্যাগ করলেন বিজেপি নেতা। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রবেশ শুক্লার বিরুদ্ধে ওই অভিযোগ ওঠার পরে অবশ্য গেরুয়া শিবির দাবি করেছিল, অভিযুক্তের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কিন্তু স্থানীয় বিজেপির (BJP) জেনারেল সেক্রেটারি বিবেক কোল সাফ জানিয়েছেন, অভিযুক্ত প্রবেশ এলাকার বিধায়কের খুবই ঘনিষ্ঠ। প্রবেশ যা কাণ্ড ঘটিয়েছেন, তা মেনে নিতে না পেরেই দল থেকে ইস্তফা দিয়েছেন বিবেক। প্রসঙ্গত, জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে প্রবেশকে।

Advertisement

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের সিধি জেলার বিজেপির জেনারেল সেক্রেটারি ছিলেন বিবেক। কিন্তু দলীয় কর্মী যেভাবে আদিবাসী যুবককে হেনস্তা করেছেন, তা মেনে নিতে পারেননি বিবেক। সেই কথা জানিয়েই দলীয় নেতৃত্বকে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। সেই সঙ্গে দাবি করেছেন, স্থানীয় বিধায়ক কেদারনাথ শুক্লার খুবই ঘনিষ্ঠ অভিযুক্ত প্রবেশ। গত দু’বছর ধরে বেআইনিভাবে আদিবাসীদের জমি দখল করেছেন কেদারনাথ। তাঁরই ঘনিষ্ঠের বিরুদ্ধে আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগ উঠেছে। যদিও বিজেপির দাবি ছিল, অভিযুক্তের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

[আরও পড়ুন: ‘গলা কাটা হবে’, পুনর্নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে উদ্ধার হুমকি পোস্টার]

ইতিমধ্যেই দুষ্মান্ত রাভে নামে আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগে জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে প্রবেশকে। তারপরেই প্রবেশের বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দেয় প্রশাসন। নিজের বাসভবনে দুষ্মান্তকে ডেকে পা ধুইয়ে ক্ষমা চেয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দুষ্মান্তের জন্য মোট ৬.৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যও দিয়েছেন তিনি।

তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরদিনই অভিযুক্তের মুক্তির দাবি করেন দুষ্মান্ত। সাফ জানান, “অভিযুক্ত আসলে ভুল করে ফেলেছে। তবে সরকারের কাছে আমার আবেদন, প্রবেশ শুক্লাকে এবার মুক্তি দেওয়া হোক। যা হওয়ার সব হয়ে গিয়েছে, উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। উনি আমাদের গ্রামের পণ্ডিত সম্প্রদায়ভুক্ত। তাই গ্রামের তরফে আমরা চাই, প্রবেশ শুক্লাকে মুক্তি দেওয়া হোক।” মুখে প্রস্রাব করার ভিডিও ভাইরাল হওয়ার পরেও অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাননি আদিবাসী যুবক। তিনি পুলিশকে জানিয়েছেন, ভিডিওটি বানানো। এবং এই মর্মে তিনি নাকি হলফনামাও জমা দিতে ইচ্ছুক ছিলেন। যদিও সূত্রের দাবি, জোর করেই তাঁকে দিয়ে এমনটা বলানো হচ্ছিল। বিজেপি নেতার আচমকা ইস্তফায় সেই দাবিই আরও জোরদার হল বলেই ধারনা।

[আরও পড়ুন: ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ অগ্নিবীরদের থেকে, নিয়ম পরিবর্তনের পথে সরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement