shono
Advertisement

রাহুলের প্রতিশ্রুতির টাকা পেলে স্ত্রীকে খোরপোশ দেব, আদালতে মন্তব্য অভিনেতার

তাঁর এই আজব যুক্তিতে হাসির রোল নেটদুনিয়ায়। The post রাহুলের প্রতিশ্রুতির টাকা পেলে স্ত্রীকে খোরপোশ দেব, আদালতে মন্তব্য অভিনেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:32 PM Mar 31, 2019Updated: 12:59 PM Apr 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোরপোশ মামলা থেকে বাঁচতে রাহুল গান্ধীর দেওয়া প্রতিশ্রুতিকে হাতিয়ার করলেন ইন্দোরের এক উঠতি অভিনেতা। আদালতে তিনি জানালেন, কংগ্রেস সরকার আসার পর, রাহুল গান্ধীর দেওয়া প্রতিশ্রুতিমতো ৭২ হাজার টাকা পেলেই স্ত্রীকে খোরপোশ দিয়ে দেবেন তিনি। তাঁর এই আজব যুক্তির কথা প্রকাশ্যে আসতেই, হাসির রোল উঠছে নেটদুনিয়ায়।

Advertisement

[আরও পড়ুন: জল্পনার অবসান, আমেঠির পাশাপাশি কেরল থেকেও লড়বেন রাহুল]

দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের মামলা চলছে। কিন্তু স্ত্রীকে খোরপোশ দেওয়ার মতো টাকা নেই মধ্যপ্রদেশের অভিনেতা আনন্দ শর্মার। টিভিতে বিভিন্ন সিরিয়াল এবং অ্যাড ফিল্মে ছোটখাটো চরিত্রে অভিনয় করেন আনন্দ। রোজগারপাতি বড় বেশি নেই। কিন্তু, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে হয়ে গিয়েছে। তাঁকে খোরপোশ দিতে হবে। স্ত্রীর পাশাপাশি ১২ বছরের একটি মেয়েও রয়েছে। আদালত নির্দেশ দিয়েছে মাসে সাড়ে ৪ হাজার টাকা খোরপোশ দিতে হবে স্ত্রীকে। আদালত তাঁকে নির্দেশ দিয়েছিল ১২ মার্চের মধ্যে প্রথম কিস্তির টাকাটা দিয়ে দিতে। কিন্তু তিনি যথাসময়ে তা দিতে পারেননি। তাই তলব করা হয় স্থানীয় আদালতে। আদালতে অভিনেতা আজব সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, “আমার মাসে রোজগার ৪-৫ হাজার টাকা। আমাকে নিজের মা-বাবার দেখাশোনাও করতে হয়। তাই স্ত্রীকে খোরপোশ দেওয়া সম্ভব নয়। ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করুন। কংগ্রেস সরকার গড়লে রাহুল গান্ধীর ন্যায় প্রকল্পের টাকা সরাসরি স্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব।” আনন্দ শর্মার এই আজব দাবির পর আদালত শুনানির দিন পিছিয়ে দিয়েছে। আগামী ২৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে।

[আরও পড়ুন: কংগ্রেস প্রার্থী উর্মিলার নাম-ধর্ম বদল উইকিপিডিয়ায়! বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ]

গত ২৫ মার্চ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে দেশের সবচেয়ে গরিব ২০ শতাংশ মানুষকে সরাসরি আর্থিকভাবে সাহায্য করবে কংগ্রেস সরকার। কংগ্রেস সভাপতির দাবি, এই প্রকল্প ভারতকে পুরোপুরি দারিদ্র থেকে মুক্ত করবে। কংগ্রেসের প্রতিশ্রুতি, দেশের ২০ শতাংশ সবচেয়ে গরিব পরিবারকে প্রতিবছর ৭২ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ, মাসে ৬ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। রাহুলের দেওয়া প্রতিশ্রুতিতেই আশায় বুক বেঁধেছেন উঠতি অভিনেতা।

The post রাহুলের প্রতিশ্রুতির টাকা পেলে স্ত্রীকে খোরপোশ দেব, আদালতে মন্তব্য অভিনেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement