সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে একবছর শীর্ষপদ হারিয়েছিলেন, একবছর পর ফের শীর্ষে মহেন্দ্র সিং ধোনি। না কোনও ক্রিকেটীয় প্রতিযোগিতা নয়, কথা হচ্ছে আয়কর দাতাদের তালিকার। একবছর পর ফের ব্যক্তিগত করদাতাদের নিরিখে ঝাড়খণ্ডের মধ্যে সর্বোচ্চ স্থান দখল করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। মাহির রোজগার ফের বৃদ্ধি পেয়েছে এবছর। মূলত ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্যই এই বৃদ্ধি। কেরিয়ারের সায়াহ্নে এসেও যে মাহির জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি, বোঝা গেল আরও একবার।
[বিরাট কোহলি ‘মিথ্যুক’, বিস্ফোরক অভিযোগ ইংরেজ বোলারের]
২০১৭-১৮ আর্থিক বছরে ধোনি আয়কর জমা করেছেন ১২ কোটি ১৭ লক্ষ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় যা প্রায় ১ কোটি ২৪ লক্ষ টাকা বেশি। ২০১৬-১৭ অর্থবর্ষে ধোনি কর দিয়েছিলেন ১০ কোটি ৯৩ লক্ষ টাকা। যা একক করদাতাদের তালিকায় সর্বোচ্চ স্থানে ছিল না। কিন্তু এবছর ফের শীর্ষস্থান দখল করে নিলেন মাহি, এমনটাই জানাচ্ছেন ঝাড়খণ্ডের রিজিওনাল ইনকাম ট্যাক্স অফিসার ভি মহালিঙ্গম।
[মেলেনি বেতন, বিশ্বকাপের প্রস্তুতিতে বেগার খাটছেন ৬০০ ভারতীয় শ্রমিক]
অধিনায়ক থাকাকালীন ধোনিই ভারতের সবচেয়ে ধনী অ্যাথলিট ছিলেন। তবে, অধিনায়কত্ব ছাড়া এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া এই দুইয়ের সৌজন্যে সে তকমা খোয়াতে হয়েছে ধোনিকে। ২০১৫ সালে ফোর্বসে সবচেয়ে ধনি অ্যাথলিটদের তালিকায় প্রাক্তন অধিনায়কের স্থান ছিল ২৩ নম্বরে। এরপরই ভারতের সর্বোচ্চ রোজগেরে অ্যাথলিটের তকমা খোয়ান মাহি, তাঁর জায়গা দখল করেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাতে অবশ্য ব্র্যান্ড এনডোর্সমেন্ট ভ্যালু খুব একটা কমেনি মাহির। আপাতত আইপিএল এবং দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলছেন মাহি। তবে, তাতেও খুব একটা ভাল ফর্মে নেই প্রাক্তন ভারত অধিনায়ক। উঠছে অবসরের জল্পনাও। তাতে কী, এখনও মোট ২০টি ভারতীয় এবং আন্তর্জাতিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এমএসডি। এছাড়া আইএসএলের ফ্র্যাঞ্জাইজি চেন্নাইন এফসির সহ-কর্ণধার তিনি। তাই রোজগার নেহাত মন্দ নয়।
The post জানেন, এবছর কত টাকা কর দিলেন মাহি? appeared first on Sangbad Pratidin.