সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দিনরাত অনিল আম্বানিকে আক্রমণ করছেন। রাফালে চুক্তি হ্যালের পরিবর্তে অনিল আম্বানির সংস্থাকে কেন দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলছেন, এমনকী ফ্রান্স সরকার অনিলের সংস্থার কর মাফ করলেও ভারতে বসে তাঁর প্রতিবাদ করছে কংগ্রেস। শুধু কি তাই, মুকেশ আম্বানিকেও একাধিকবার আক্রমণের মুখে পড়তে হয়েছে কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সখ্যকে বারবার রাজনৈতিক মঞ্চে হাতিয়ার করেছে কংগ্রেস।এর মধ্যেই যেন উলট পুরাণ। সেই মুকেশ আম্বানিই এবার কংগ্রেস প্রার্থীর হয়ে ভোটপ্রচার করছেন।
আরও পড়ুন: নির্বিঘ্নেই শুরু বারো রাজ্যের ৯৫ আসনের ভোট, শুরুতেই চিন্তা বাড়াচ্ছে ইভিএম
না, কোনও ভুয়ো খবর, বা গুজব নয়। সত্যিই মুম্বইয়ের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরার হয়ে ভোটপ্রচার করছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক। মিলিন্দ দেওরা মুম্বই কংগ্রেসের সভাপতি। তিনি এবারে লোকসভায় প্রার্থীও হয়েছেন দক্ষিণ মুম্বই কেন্দ্র থেকে। নিজের টুইটার অ্যাকাউন্টে মিলিন্দ দেওরা নিজেই একটা ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে মুকেশ আম্বানি বলছেন, “দক্ষিণ মুম্বইয়ের জন্য মিলিন্দ দেওরাই সেরা ব্যক্তি”। ওই ভিডিওটিতে মুকেশ আম্বানির পাশাপাশি একাধিক ছোটবড় ব্যবসায়ীকে দেখা গিয়েছে মিলিন্দ দেওরার হয়ে প্রচার করতে শোনা যাচ্ছে।
আরও পড়ুন: সুরক্ষার ইস্যুতে রেলের একাধিক টেন্ডারে ছাড় কমিশনের
ভিডিওর অন্য একটি অংশে মুকেশ আম্বানিকে বলতে শোনা গেল, “দশ বছর সাংসদ থাকার দরুন মিলিন্দ দেওরার দক্ষিণ মুম্বই কেন্দ্রের সামাজিক, আর্থিক এবং সাংস্কৃতিক পরিস্থিতি সম্পর্কে সম্যক জ্ঞান আছে।” শুধু আম্বানি নন, ওই ভিডিওতে আম্বানির পাশাপাশি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অধিকর্তা উদয় কোটাককেও মিলিন্দ দেওরার হয়ে প্রচার করতে দেখা গিয়েছে। যদিও রাজনৈতিক মহলের মত, এই ভিডিওতে শুধুমাত্র ব্যক্তি হিসেবে মিলিন্দকে সমর্থন করেছেন মুকেশ-সহ অন্য ব্যবসায়ীরা। এর পিছনের গভীর রাজনৈতিক ব্যাখ্যা খোঁজা বোকামি।
The post ভোটের বাজারে বড় চমক, কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার মুকেশ আম্বানির appeared first on Sangbad Pratidin.