সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও খুনের হুমকির মুখে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। আগেই তাঁকে ইমেল মারফত হুমকি দিয়ে ২০ কোটি টাকা চাওয়া হয়েছিল। শনিবার ফের একই ঠিকানা থেকে এল ইমেল। এবার জানানো হল, ২০ নয়, ২০০ কোটি টাকা দিতে হবে। অন্যথায় খুন করা হবে রিলায়েন্স কর্তাকে।
পুলিশের এক সূত্র সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, যেহেতু আগের মেলের কোনও উত্তর দেওয়া হয়নি। তাই টাকার অঙ্ক ২০ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি করা হয়েছে। মুকেশ আম্বানিকে প্রাণনাশের হুমকি দিয়ে ওই মেলে লেখা হয়েছে, ‘যেহেতু আপনি আগের মেলের কোনও উত্তর দেননি, তাই টাকার অঙ্ক বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হল। অন্যথায় মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করা হয়েই গিয়েছে।’
[আরও পড়ুন: ১৬০০ কোটি তছরুপের অভিযোগ, ইডির জালে অশোকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতা]
উল্লেখ্য, আগেই এমন হুমকি ভরা ই-মেল পেয়েছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ই-মেলে লেখা ছিল, “২০ কোটি টাকা না দিলে আপনাকে খুন করা হবে। আমাদের কাছে দেশের সেরা শুটার রয়েছে।” ঘটনার পরই আম্বানির বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বিষয়টি নিয়ে পুলিশকে অভিযোগ জানান। তার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। এবার এল নয়া ইমেল। অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ৩৮৭ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোনও বড় গ্যাং রয়েছে কিনা দেখা হচ্ছে তাও।