রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধাননগর পুরসভার টালমাটাল পরিস্থিতির মাঝে ফের একবার মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে দেখা করলেন বিরোধী শিবিরের অন্যতম শীর্ষ নেতা মুকুল রায়৷ যাঁর হাতেই এই মুহূর্তে বঙ্গ বিজেপির সংগঠন বৃদ্ধির ভার৷ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সল্টলেকে সব্যসাচী দত্তের বাড়িতে পৌঁছান মুকুল রায়৷ সঙ্গে ছিলেন সদ্য দলবদলকারী বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস৷ মুকুল-সব্যসাচীর মধ্যে প্রায় ৪৫ মিনিট আলোচনা চলে বলে সূত্রের খবর৷
[আরও পড়ুন: উল্টোডাঙা উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষায় মুম্বইয়ের প্রতিনিধি দল, ভাগ্য নির্ধারণ আজই]
লোকসভা ভোটের সময় থেকেই বিধাননগর-সল্টলেক এলাকায় তৃণমূলের অন্যতম দাপুটে নেতা সব্যসাচী দত্তের আচার-আচরণ সন্দেহজনক ঠেকেছিল দলের কাছে৷ তা নিয়ে বিধাননগর পুরসভার মেয়রকে সতর্ক করার পাশাপাশি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে দিয়ে বোঝানোও হয়েছে৷ আপাতভাবে দলের সঙ্গে সব্যসাচীর দ্বন্দ্ব মিটে গিয়েছে বলে মনে করা হলেও, বাস্তবে যে তা হয়নি, পরবর্তী সময়ের ঘটনাক্রমই তার প্রমাণ৷ বিধাননগর পুরসভার অন্দরে সব্যসাচী বিরোধী শিবির তৈরি হয়ে গিয়েছে৷ দেখা দিয়েছে অচলাবস্থা৷ এই পরিস্থিতিতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে মেয়র পদ ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন৷ কিন্তা তা মানেননি সব্যসাচী দত্ত৷ পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে কয়েকজন কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে অনাস্থাও এনেছেন৷
আর এই অনাস্থা সামলাতে মেয়র সব্যসাচী দত্তও চুপচাপ বসে নেই, রণকৌশল তৈরি করছেন৷ আজ তাঁর বাড়িতে মুকুলের আগমন এই অনাস্থা বিষয় আলোচনা করার জন্যেই৷ প্রায় ৪৫ মিনিট ধরে দু’জনের আলোচনায় মুকুল রায় এনিয়েই তাঁকে পরামর্শ দিয়েছেন বলে নিজেই বেরনোর সময়ে জানিয়ে দিলেন মুকুল রায়৷ তাহলে কি বিজেপিতে চলেই যাচ্ছেন সব্যসাচী দত্ত? এই প্রশ্নের উত্তরে অবশ্য মুখে বরাবরই কুলুপ এঁটেছেন বিধাননগরের মেয়র৷ আজও মুখ খুললেন না৷ শুধু এটুকুই তিনি জানিয়েছেন, দল তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তিনি নিজের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনও ইঙ্গিত দেবেন না৷ দল ব্যবস্থা নিলে, তবে ভবিষ্যৎ স্থির করবে৷
[আরও পড়ুন: প্রশ্নফাঁস এড়াতে নয়া পদক্ষেপ সংসদের, উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্রেই লিখতে হবে উত্তর]
এদিকে, আজ তৃণমূল ভবনে দলের সমস্ত বিধায়ককে নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকে সব্যসাচী দত্ত থাকবেন না জানা গিয়েছে৷ তিনি জানিয়েছেন, অন্য কাজে ব্যস্ত থাকায় আজকের বৈঠকে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না৷ তবে সব্যসাচীর অনুপস্থিতির বিষয় দলনেত্রী কীভাবে নেবেন, তা নিয়ে সংশয় থাকছেই৷ সেইসঙ্গে জারি থাকছে অন্যান্য জল্পনাও৷
The post অনাস্থা সামলাতে মুকুলেই আস্থা সব্যসাচীর, বাড়িতে বসে আলোচনায় দুই নেতা appeared first on Sangbad Pratidin.