shono
Advertisement

অনাস্থা সামলাতে মুকুলেই আস্থা সব্যসাচীর, বাড়িতে বসে আলোচনায় দুই নেতা

আজ বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকছেন না সব্যসাচী দত্ত৷ The post অনাস্থা সামলাতে মুকুলেই আস্থা সব্যসাচীর, বাড়িতে বসে আলোচনায় দুই নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:13 PM Jul 11, 2019Updated: 02:34 PM Jul 11, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধাননগর পুরসভার টালমাটাল পরিস্থিতির মাঝে ফের একবার মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে দেখা করলেন বিরোধী শিবিরের অন্যতম শীর্ষ নেতা মুকুল রায়৷ যাঁর হাতেই এই মুহূর্তে বঙ্গ বিজেপির সংগঠন বৃদ্ধির ভার৷ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সল্টলেকে সব্যসাচী দত্তের বাড়িতে পৌঁছান মুকুল রায়৷ সঙ্গে ছিলেন সদ্য দলবদলকারী বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস৷ মুকুল-সব্যসাচীর মধ্যে প্রায় ৪৫ মিনিট আলোচনা চলে বলে সূত্রের খবর৷

Advertisement

[আরও পড়ুন: উল্টোডাঙা উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষায় মুম্বইয়ের প্রতিনিধি দল, ভাগ্য নির্ধারণ আজই]

লোকসভা ভোটের সময় থেকেই বিধাননগর-সল্টলেক এলাকায় তৃণমূলের অন্যতম দাপুটে নেতা সব্যসাচী দত্তের আচার-আচরণ সন্দেহজনক ঠেকেছিল দলের কাছে৷ তা নিয়ে বিধাননগর পুরসভার মেয়রকে সতর্ক করার পাশাপাশি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে দিয়ে বোঝানোও হয়েছে৷ আপাতভাবে দলের সঙ্গে সব্যসাচীর দ্বন্দ্ব মিটে গিয়েছে বলে মনে করা হলেও, বাস্তবে যে তা হয়নি, পরবর্তী সময়ের ঘটনাক্রমই তার প্রমাণ৷ বিধাননগর পুরসভার অন্দরে সব্যসাচী বিরোধী শিবির তৈরি হয়ে গিয়েছে৷ দেখা দিয়েছে অচলাবস্থা৷ এই পরিস্থিতিতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে মেয়র পদ ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন৷ কিন্তা তা মানেননি সব্যসাচী দত্ত৷ পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে কয়েকজন কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে অনাস্থাও এনেছেন৷

আর এই অনাস্থা সামলাতে মেয়র সব্যসাচী দত্তও চুপচাপ বসে নেই, রণকৌশল তৈরি করছেন৷ আজ তাঁর বাড়িতে মুকুলের আগমন এই অনাস্থা বিষয় আলোচনা করার জন্যেই৷ প্রায় ৪৫ মিনিট ধরে দু’জনের আলোচনায় মুকুল রায় এনিয়েই তাঁকে পরামর্শ দিয়েছেন বলে নিজেই বেরনোর সময়ে জানিয়ে দিলেন মুকুল রায়৷ তাহলে কি বিজেপিতে চলেই যাচ্ছেন সব্যসাচী দত্ত? এই প্রশ্নের উত্তরে অবশ্য মুখে বরাবরই কুলুপ এঁটেছেন বিধাননগরের মেয়র৷ আজও মুখ খুললেন না৷ শুধু এটুকুই তিনি জানিয়েছেন, দল তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তিনি নিজের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনও ইঙ্গিত দেবেন না৷ দল ব্যবস্থা নিলে, তবে ভবিষ্যৎ স্থির করবে৷    

[আরও পড়ুন: প্রশ্নফাঁস এড়াতে নয়া পদক্ষেপ সংসদের, উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্রেই লিখতে হবে উত্তর]

এদিকে, আজ তৃণমূল ভবনে দলের সমস্ত বিধায়ককে নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকে সব্যসাচী দত্ত থাকবেন না জানা গিয়েছে৷ তিনি জানিয়েছেন, অন্য কাজে ব্যস্ত থাকায় আজকের বৈঠকে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না৷ তবে সব্যসাচীর অনুপস্থিতির বিষয় দলনেত্রী কীভাবে নেবেন, তা নিয়ে সংশয় থাকছেই৷ সেইসঙ্গে জারি থাকছে অন্যান্য জল্পনাও৷ 

The post অনাস্থা সামলাতে মুকুলেই আস্থা সব্যসাচীর, বাড়িতে বসে আলোচনায় দুই নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement