shono
Advertisement

ভাইফোঁটায় নয়া সমীকরণ? ৬ বছর পর ফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে মুকুল, গেলেন শোভন-বৈশাখীও

'অভিমানের মেঘ কেটে গিয়েছে', মমতা-শোভন সম্পর্ক নিয়ে বললেন বৈশাখী।
Posted: 03:51 PM Oct 27, 2022Updated: 05:02 PM Oct 27, 2022

কৃষ্ণকুমার দাস: ভাইফোঁটায় বরাবরই তাঁর বাড়িতে ‘ভাই’দের সমাবেশ ঘটে। বিশেষত দলের সহকর্মীদের বাড়িতে ডেকে ফোঁটা দেন ‘দিদি’। হাতে তুলে দেন উপহারও। এ বছরও তার ব্যতিক্রম হল না। তবে এবছর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান একটু অন্যরকমই হল। ৬ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়ি ভাইফোঁটা নিতে গেলেন দলের বর্ষীয়ান নেতা মুকুল রায় (Mukul Roy)। গেলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দূরত্ব ভুলে এহেন ‘রিইউয়নে’ খুশি সকলেই। যদিও ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়া নতুন কিছু নয় বলেই জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শেষবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে জমজমাট ভাইফোঁটা হয়েছিল ২০১৯ সালে। তারপর কোভিডের (COVID-19) কোপে ২ বছর সেভাবে অনুষ্ঠান হয়নি। এবছর আবার ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ভাইফোঁটায় (BhaiPhota) জনসমাগম। আর সেখানে নজর কাড়ল মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। যদিও একে ‘পারিবারিক অনুষ্ঠান’ বলেছেন মুখ্যমন্ত্রী। ভাইফোঁটা সেরে বেশ হাসিমুখে বেরলেন সাদা পাঞ্জাবি পরা শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সংবাদমাধ্যমের সামনে তিনি সেভাবে মুখ না খুললেও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee) বলেন, ”শোভন ভাইফোঁটা পেল, আমি আশীর্বাদ পেলাম। মমতার মমত্ব এত বেশি, উনি সবাইকে খাওয়াচ্ছেন। ওঁদের মধ্যে একটা টান সবসময় রয়েছে। ভাইবোনের এই সম্পর্ক ছিলই, মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। অভিমানের মেঘ কেটে গিয়েছে। এটাই সবচেয়ে ভাল।”

[আরও পড়ুন: এই না হলে প্রেম! ভরা স্টেডিয়ামে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব যুবকের, ভাইরাল ভিডিও]

এবার  প্রথম নয়, শোভন-বৈশাখী একসঙ্গে গত বছর ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। ফোঁটা নিয়ে হাতভরা উপহার নিয়ে ফিরেছিলেন। সেবার থেকেই উভয়ের সম্পর্ক ফের স্বাভাবিক হতে শুরু করে। আর এবছরও প্রিয় ‘কানন’কে ভাইফোঁটা দিয়ে আশীর্বাদ করলেন ‘দিদি’। 

তবে ৮ বছর পর এবার কালীঘাটের বাড়িতে যাঁর উপস্থিতি সবচেয়ে বেশি নজর কাড়ল, তিনি দলের প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। ২০২১ এ বিধানসভা ভোটের পর বিজেপি থেকে ফের তৃণমূলে ফেরার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল, দলের কোন গুরুদায়িত্ব তাঁকে দেওয়া হবে। তবে মাঝে মুকুল রায় অসুস্থ থাকায় সেভাবে দলের কাজ করতে পারেননি। কিন্তু আপাতত তিনি সুস্থ। দশমীর পরও  একদিন কালীঘাটে গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন মুকুল রায়। আর ৬ বছর পর ভাইফোঁটায় গেলেন তিনি। শেষবার ২০১৬ সালে গিয়েছিলেন ভাইফোঁটায়। সাধারণত মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান যথেষ্ট ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই পালিত হয়। এবার মুকুল রায় সেখানে উপস্থিত হওয়ায় রাজনৈতিক মহলে ফের জল্পনা শুরু হয়েছে, মুকুল ফের মমতার ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়েছেন। পঞ্চায়েত ভোটের আগে কি তবে বড় কোনও দায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়?  

[আরও পড়ুন: যোগী আদিত্যনাথের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যে আদালতে দোষী সাব্যস্ত ‘বাহুবলী’ আজম খান]

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভাইফোঁটা উপহার পাঠিয়েছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা রাজা অনন্ত মহারাজকে। তাঁর উপহার নিয়ে গিয়েছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। উপহার পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনন্ত মহারাজ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement