সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞানের উন্নতি হলেও কিছু মানুষের চিন্তাধারায় এখনও জ্ঞানের আলো এসে পড়েনি৷ আর তাই এই সমাজ এখনও দুই আলাদা সম্প্রদায়ের মানুষের মধ্যে ভালবাসাকে মেনে নিতে পারে না৷ ফের তেমনই এক ঘটনার সাক্ষী হল ঝাড়খণ্ডের গুমলা জেলার একটি গ্রাম৷ হিন্দু তরুণীকে ভালবাসার শাস্তি পেতে হল এক মুসলিম প্রেমিককে৷ গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেয়ে মৃত্যু হল যুবকের৷
এক বছরেরও বেশি সময় ধরে সোসো গ্রামের এক তরুণীর সঙ্গে ভালবাসায় জড়িয়ে পড়েছিলেন ২০ বছরের মহম্মদ শাকিল৷ পাশের গ্রাম রাজা কলোনিতেই থাকতেন তিনি৷ ঘটনা গত বুধবারের৷ রামনবমীর মিছিলে যোগ দেওয়ার জন্য প্রেমিককে নিজের গ্রামে ডেকে পাঠিয়েছিলেন ওই তরুণী৷ শাকিল প্রথমে রাজি না হলেও প্রেমিকার কথা ফেলতে পারেননি৷ পৌঁছে গিয়েছিলেন সেখানে৷ মিছিলের পর স্কুটিতে চাপিয়ে প্রেমিকাকে বাড়ি ছেড়ে দেন তিনি৷ আর এই ঘটনাই দেখে ফেলেন স্থানীয় কয়েকজন৷ শাকিলকে ঘিরে ফেলে গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়৷ তারপর ঘণ্টার পর ঘণ্টা তাঁকে মারধর করা হয়৷ পরে ঘটনাস্থলে এসে ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন শাকিলের বাবা৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে চিকিৎসার জন্য তাঁকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷ কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন শাকিল৷
[সেলফির নেশা, ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ সেতু থেকে পড়ে গেলেন মহিলা]
গোটা ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷ গুমলা থানার এসপি চন্দন কুমার ঝা জানান, “গ্রামবাসীরা ওই যুবককে আগেই সতর্ক করেছিলেন, যাতে তরুণীর সঙ্গে তিনি দেখা না করেন৷ গ্রামে কখনও না ঢোকেন৷ তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷”
[তুষারঝড়ে হিমাচল প্রদেশে আটক কমপক্ষে ৭৫ জন বাঙালি পর্যটক]
সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের পথে হেঁটে ঝাড়খণ্ডেও বন্ধ করে দেওয়া হয়েছে বেআইনি কসাইখানা৷ সেই সঙ্গে মহিলাদের ইভটিজিং রুখতে রাজ্যে চালু হয়েছে অ্যান্টি-রোমিও স্কোয়াডও৷ তবে মুসলিম কমিউনিটির দাবি, সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করেই এইসব নিয়ম চালু করা হয়েছে৷ তারপরই এই ঘটনা ঘটায় ক্ষুব্ধ রাজা কলোনির মুসলিমরা৷
The post হিন্দু তরুণীর সঙ্গে প্রেম, বেধড়ক মার খেয়ে মৃত্যু মুসলিম যুবকের appeared first on Sangbad Pratidin.