shono
Advertisement

Breaking News

‘ভূতুড়ে’আগুনে পুড়ে যাচ্ছে বাড়ির জিনিসপত্র, আতঙ্কে পরিবার

রবিবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঘরের বিভিন্ন জায়গাতে মোট ২৫ বার এই আগুন লেগেছে বলে জানিয়েছেন তাঁরা। The post ‘ভূতুড়ে’ আগুনে পুড়ে যাচ্ছে বাড়ির জিনিসপত্র, আতঙ্কে পরিবার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:25 AM Feb 11, 2017Updated: 06:23 AM Feb 11, 2017

আকাশনীল ভট্টাচার্য: বাড়ির দোতলার ঘরে যত্রতত্র ভূতুড়ে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল বরাহনগরের নোয়াপাড়ার সুভাষনগড়ে। এক লৌহ ব্যবসায়ীর বাড়িতেই ঘটেছে এমন ঘটনা। ব্যবসায়ী শংকর দাস জানান, গত রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রথম দোতলার ঘরে তাঁর বিছানার চাদরে আগুন লাগে। সেই আগুনে খাটের কিছু অংশও পুড়ে যায়।

Advertisement

(‘জঙ্গি’ মাসুদকে আড়াল করতে ফের আসরে চিন)

তাঁর অভিযোগ ওই দিন টেবিলের কভার, ব্যাগ ছাড়াও জানালার পর্দায় আগুন লাগে। প্রথমে শংকরবাবুর মনে হয়েছিল ইলেকট্রিক সংক্রান্ত ত্রুটির কারণেই বারবার এই আগুন লাগছে। তাই তিনি তড়িঘড়ি ইলেকট্রিক মিস্ত্রী ডাকেন। মিস্ত্রি মেইন সুইচ অফ করে দিয়ে কাজ করে যায় এবং সব ঠিকঠাক আছে কিনা তাও দেখে যায়। তা সত্ত্বেও রবিবার সারাদিনে দোতলার ঘরে বিভিন্ন সময়ে পাঁচবার বিভিন্ন জিনিসপত্রে ভূতুড়ে আগুন লাগার ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘোষ পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও হঠাৎ করেই শংকর দাসের বাড়িতে উদয় হয় এক সাধুর।

(তেজ বাহাদুরের ফেসবুকে বহু পাকিস্তানি বন্ধু, নজর গোয়েন্দাদের)

তিনি শংকরবাবু ও তার স্ত্রী সোমাদেবীকে বলেন এমন ভয়ংকর ঘটনা রুখতে হোম-যজ্ঞ করতে হবে। আর তার জন্য ২৫ হাজার টাকা মতো খরচ হবে। সাধুর কথা মতো আতঙ্কগ্রস্ত পরিবার টাকাও দিয়ে দেয় তাঁকে। সাধু এসে বাইরের উৎসুক জনতাকে বাড়ির বাইরে বের করে যজ্ঞ শুরু করেন। কিন্তু যজ্ঞের পরও দোতলার দু’টি ঘরের চাদর, টেবিল কভার, জানলার পর্দা-সহ বিভিন্ন জায়গাতে ভূতুড়ে আগুন লাগার ঘটনা ঘটতেই থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। এছাড়াও বরাহনগর থানার পুলিশ ও বিজ্ঞান মঞ্চের লোকজন। তাঁরা কেউই আগুন লাগার সঠিক কারণ বলতে পারেননি। তবে বিজ্ঞান মঞ্চের লোকেরা বলেন এটা কোনও অলৌকিক ঘটনা নয়।

(টাটা ক্যানসার হাসপাতালে আগুন, ছড়াল তীব্র চাঞ্চল্য)

ইতিমধ্যেই সাধু ২৫ হাজার টাকা নিয়েও চম্পট দিয়েছে। শংকরবাবু ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য তারা এই অঞ্চলে দীর্ঘ ১৫ বছর রয়েছেন। কিন্তু কখনও এমন ভূতুড়ে ঘটনা ঘটেনি। রবিবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঘরের বিভিন্ন জায়গাতে মোট ২৫ বার এই আগুন লেগেছে বলে জানিয়েছেন তাঁরা।

The post ‘ভূতুড়ে’ আগুনে পুড়ে যাচ্ছে বাড়ির জিনিসপত্র, আতঙ্কে পরিবার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement