shono
Advertisement

নাবালিকাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত গৃহশিক্ষক

নারকীয় অত্যাচারের জেরে দু’মাসের অন্তঃসত্ত্বা নির্যাতিতা। The post নাবালিকাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত গৃহশিক্ষক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:37 PM Aug 30, 2018Updated: 04:44 PM Aug 30, 2018

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: নদিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম দীপঙ্কর দত্ত। বাড়ি নবদ্বীপ থানার স্বরূপগঞ্জের আমবাগান পাড়া এলাকায়। অভিযোগ, পড়া শেষ হয়ে যাওয়ার পর ওই নাবালিকাকে আটকে রাখত গৃহশিক্ষক। তারপর সবাই চলেগেলে শুরু হত যৌন নির্যাতন। নিজের কুকীর্তি আড়াল করতে নির্যাতিতাকে হুমকিও দিয়েছিল ধৃত শিক্ষক। ভয়ে তাই কাউকেই কিছু বলে উঠতে পারেনি নির্যাতিতা ছাত্রী। বুধবার রাতে নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে দীপঙ্কর দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপের স্বরূপগঞ্জে।

Advertisement

পুলিশ জানিয়েছে, লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই নাবালিকা। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে জানা যায়, দু’মাসের অন্তঃসত্ত্বা ওই নাবালিকা। গত আটমাস ধরে ওই শিক্ষকের কাছে পড়ছিল নির্যাতিতা। গত ২৩ তারিখে মেয়ের মধ্যে কিছু অস্বাভাবিকতা টের পান নাবালিকার মা। এরপর তাকে চেপে ধরতেই কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা। তার উপরে হওয়া কয়েকমাসের নারকীয় অত্যাচারের কাহিনী মাকে জানায়। এরপরই নবদ্বীপ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। রাতেই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে।

[সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক, দিঘায় চাঞ্চল্য]

স্থানীয়রা জানিয়েছেন, নির্যাতিতার বাবা একজন তাঁতশিল্পী। মা আশাকর্মী। নিত্য অভাব অনটনের মধ্যেই চলে সংসার। দম্পতির ওই এক মেয়ে। সেই মেয়ের সঙ্গে হওয়া এত বড় অন্যায়কে মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে নির্যাতিতাকে আপাতত চিকিৎসাধীন রাখা হয়েছে বলে খবর।

[ফের বোমাবাজি আমডাঙায়, নতুন করে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য]

The post নাবালিকাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত গৃহশিক্ষক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement