shono
Advertisement
Ukraine-China Conflict

রাশিয়ার হয়ে লড়া দুই চিনা সেনাকে প্রকাশ্যে আনল ইউক্রেন! রেগে আগুন বেজিং

যুদ্ধবন্দিদের পরিচয় প্রকাশ্যে এনে আন্তর্জাতিক বিধি ভেঙেছে ইউক্রেন, দাবি চিনের।
Published By: Kishore GhoshPosted: 12:02 PM Apr 17, 2025Updated: 01:36 PM Apr 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি করেছিলেন, উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মতোই চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে সেনা পাঠাচ্ছেন। দুই চিনা যোদ্ধাকে গ্রেপ্তারির কথাও জানান তিনি। এবার সেই দুই চিনা সেনাকে প্রকাশ্যে আনল ইউক্রেনের সরকার। প্রকাশ্যে আনা হল তাদের পরিচয়ও। এভাবে দুই সেনার পরিচয় প্রকাশ্যে আনায় ক্ষেপে গিয়েছে বেজিং।

Advertisement

গত বৃহস্পতিবার জেলেনস্কি অভিযোগ করছিলেন, ইউক্রেনের ডনেৎস এলাকায় যুদ্ধক্ষেত্র থেকে ওই দুই ভাড়াটে চিনা সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। তখনই ইউক্রেন সরকারের তরফে আরও জানানো হয়, অন্তত ১৫৫ জন চিনা সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। এদিন দুই চিনা সেনার পরিচয় প্রকাশ্যে এনে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরব হওয়ারও বার্তা দিল ইউক্রেন। অন্যদিকে, চিনের পালটা অভিযোগ, যুদ্ধবন্দিদের নাম, পরিচয় প্রকাশ্যে এনে আন্তর্জাতিক বিধি ভেঙেছে ইউক্রেন।

প্রসঙ্গত, গত অক্টোবরে আমেরিকার তরফে জানানো হয়েছিল, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে অন্তত ১০ হাজার সেনা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম। পরবর্তী সময়ে কুর্স্ক অঞ্চলে যুদ্ধে হত কয়েক জন উত্তর কোরীয় সেনার দেহ উদ্ধার করেছিল ইউক্রেন ফৌজ। গত বছর সিঙ্গাপুরে একটি প্রতিরক্ষা সম্মেলনে বক্তৃতায় জেলেনস্কি বলেছিলেন, "চিনের তরফে রাশিয়াকে মদতের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।" ইউক্রেনের এই দাবিই ক্রমশ জোরালো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বৃহস্পতিবার জেলেনস্কি অভিযোগ করছিলেন, ইউক্রেনের ডনেৎস এলাকায় যুদ্ধক্ষেত্র থেকে ওই দুই ভাড়াটে চিনা সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।
  • ইউক্রেন সরকারের তরফে আরও জানানো হয়, অন্তত ১৫৫ জন চিনা সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে।
Advertisement