নব্যেন্দু হাজরা: কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্পগুলি নিয়ে সংঘাত লেগেই থাকে দু’পক্ষের। প্রকল্প বাস্তবায়নে কার কৃতিত্ব বেশি, তা নিয়ে চোরা প্রতিযোগিতাও চলে। তবে এধরনের প্রকল্পে সম্পূর্ণভাবে রাজ্যকে উপেক্ষা করার মতো ঘটনা বিরল। আর একাধিকবার সেই বিরল ঘটনারই সাক্ষী থেকেছে বাংলা। এমনকী অনুষ্ঠান মঞ্চেও আমন্ত্রণ না জানানোর মত ঘটনা বোধহয় রাজ্যেই ঘটেছে। তা নিয়ে কম সমালোচনা হয়নি। এবার রাজ্য-কেন্দ্রের সেই সংঘাত হয়ত শেষের পথে। আগামী ৩০ তারিখ জোকা-তারাতলা (Joka-Taratala)মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য প্রশাসনের অনেকেই।
জোকা থেকে তারাতলা, দক্ষিণ কলকাতা লাগোয়া শহরতলির যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই মেট্রোপথ (Metro)তৈরি হয়েছে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে। এবার তার উদ্বোধনের পালা। তারপর শুরু হবে মেট্রো চলাচল। জোকা থেকে ঠাকুরপুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা ও বেহালা বাজার পেরিয়ে অনেক কম সময়ের মধ্যে যাত্রীরা পৌঁছে যাবেন তারাতলায়। ন্যূনতম ভাড়া ৫ টাকা। তারাতলা পর্যন্ত যাত্রীদের গেলে কাটতে হবে ২০ টাকার টিকিট। আপাতত এই রুটে সর্বাধিক ভাড়া ২০ টাকা।
[আরও পডুন: আরও ‘উষ্ণ’ পৌষ, এক রাতে ৩ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা]
আগামী ৩০ তারিখ জোকা-তারাতলা মেট্রো প্রকল্পের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হাত ধরে তা চালু হবে। সূত্রের খবর, এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। আমন্ত্রিত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এছাড়া এই মঞ্চে থাকবেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব। শুধু তাই নয়, এই মঞ্চে রাজনৈতিক পরিচিতির বাইরে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। যেমন এই অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যসভার সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। মঞ্চে থাকার কথা তৃণমূল (TMC) সাংসদ ডেরেক ও ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, মালা রায়, মৌসম নূর, দোলা সেনদের।
[আরও পডুন: লালুর বিরুদ্ধে সক্রিয় সিবিআই, বন্ধ হওয়া মামলা ফের শুরু করবে কেন্দ্রীয় সংস্থা]
তবে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করবেন। সেক্ষেত্রে এক মঞ্চে মোদি ও মমতার থাকার সম্ভাবনা নেই। উদ্বোধনের পর ৩১ তারিখ থেকেই যাত্রী নিয়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো ছুটবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ বছরশেষের দিনই কলকাতায় চালু হয়ে যাচ্ছে আরেকটি মেট্রো রুট।