shono
Advertisement

Breaking News

মন্ত্রিসভায় রদবদল এপ্রিলে, মন্ত্রক হারাতে পারেন জেটলি-সুষমা

ক্যাবিনেটে নতুন মুখ চান মোদি। The post মন্ত্রিসভায় রদবদল এপ্রিলে, মন্ত্রক হারাতে পারেন জেটলি-সুষমা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 AM Mar 16, 2017Updated: 03:27 AM Mar 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদ অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর আগামী ১২ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল আনতে পারেন প্রধানমন্ত্রী মোদি, জোর গুঞ্জন জাতীয় রাজনীতিতে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে মোদি নিয়ে আসতে নতুন মুখ, দাবি একাধিক সূত্রের। মনোহর পারিকর গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় বর্তমানে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু অর্থ ও প্রতিরক্ষা- দুই মন্ত্রকেই কাজের চাপ অত্যাধিক হওয়ায় ১২ এপ্রিলের পর নয়া প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী, খবর একটি জাতীয় সংবাদমাধ্যমের।

Advertisement

[ফের ভাতা বাড়ল সরকারি কর্মীদের]

অন্যদিকে, বিদেশমন্ত্রকের দায়িত্ব থেকে সুষমা স্বরাজকে অব্যাহতি দেওয়া হতে পারে। গত ডিসেম্বরে তাঁর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। তাঁর উপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিতে পারেন মোদি। যদিও, বুধবার লোকসভায় সুষমা স্বরাজের ১৫ মিনিটের ভাষণই বুঝিয়ে দিয়েছে, এখনও তাঁর উপর নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়াও বেশ কয়েকটি নতুন মুখ আসতে পারে ক্যাবিনেটে। শেষবার মোদির মন্ত্রিসভায় রদবদল এসেছিল গত জুলাই মাসে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে দেওয়া হয় বস্ত্রমন্ত্রকের দায়িত্ব। আইনমন্ত্রী সদানন্দ গৌড়াকে পরিসংখ্যান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। অরুণ জেটলির কাছ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন বেঙ্কাইয়া নাইডু ও বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান সাংবাদিক এম জে আকবর। বরাদ্দ পাঁচের মধ্যে তিন বছর প্রায় কাটিয়ে ফেলেছেন মোদি। এবার মুখ্য মন্ত্রকগুলির দায়িত্বে নতুন মুখ এনে উন্নয়নের কাজে জোয়ার আনতে চাইছেন প্রধানমন্ত্রী।

[এবার বাড়ি কিনতে পিএফ ফান্ড থেকে তুলতে পারবেন ৯০% টাকা]

The post মন্ত্রিসভায় রদবদল এপ্রিলে, মন্ত্রক হারাতে পারেন জেটলি-সুষমা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement