shono
Advertisement

Breaking News

নতুন গ্রহের নাম রাখতে সাধারণ মানুষের কাছে আর্জি নাসার

আপনি নাম রাখতে চান? তাহলে এই লিঙ্কে ক্লিক করুন৷
Posted: 01:54 PM Mar 02, 2017Updated: 08:24 AM Mar 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আস্ত সৌরজগতের সন্ধান পেয়েছে নাসা৷ সূর্যের পাশে যেমন পৃথিবী, বুধ, বৃহস্পতি, শনিরা ঘুরছে৷ তেমনই ট্র্যাপিস্ট-১ নামে একটি অতি শীতল বামন নক্ষত্র ঘিরে প্রদক্ষিণ করছে সাতটি গ্রহ৷ প্রাণের সন্ধান মিললেও মিলতে পারে, এই আশায় বুক বেঁধেছেন নাসার বিজ্ঞানীরা৷ ২০১৮ সালেই নাসা জেমস ওয়েব টেলিস্কোপ আনা হচ্ছে৷ সেটির মাধ্যমেই গ্রহগুলির বায়ুমন্ডলের মধ্যে কী কী রয়েছে, তা জানা যাবে৷ তবে তার আগে এই সাত আবিষ্কারের নাম রাখতে চায় নাসা৷ আর এর জন্য সাধারণ মানুষের স্মরণাপন্ন হয়েছে মার্কিন গবেষণা সংস্থা৷ টুইটারবাসীর কাছে জানতে চাওয়া হয়েছে কী নাম রাখতে চান তাঁরা এই নতুন অবিষ্কারের৷ আপনি রাখতে চান নাম? তাহলে এই টুইটের প্রত্যুত্তর পাঠান৷

Advertisement

‘ফিরে যাও, আমরা হেরে গিয়েছি’, বিদায়ী ভাষণ কুখ্যাত বাগদাদির

ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নাসার এই টুইট৷ আর নাম রাখার এই সুযোগ ছাড়ছেন না কেউই৷ কেউ বলছেন নতুন পৃথিবী, কেউ ভরসা রাখছেন হ্যারি পটারের কল্পকাহিনিতে, কেউ আবার নাম রেখেছেন সিনেমার নামে৷ নামকরণের এই হিড়িকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও বেশ জনপ্রিয়৷

নিজের তৈরি সন্ত্রাসের দৈত্য গ্রাস করছে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে সরব ভারত

চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম

কোন নাম রাখা হবে আর কোন নাম রাখা হবে না, সেই উত্তর একমাত্র নাসাই দিতে পারবে৷ তবে আপনার টুইটার অ্যাকাউন্ট থাকলে নিজের মতো নাম দেওয়ার সুযোগটি ছাড়বেন না!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement