shono
Advertisement

ক্রমশ বাড়ছে জলস্তর, মহাকাশ থেকে হিমবাহের গলন নজরে রাখবে নাসা

এখনই হিমবাহের গলন রুখলে ধ্বংস আসন্ন, বলছেন বিজ্ঞানীরা৷ The post ক্রমশ বাড়ছে জলস্তর, মহাকাশ থেকে হিমবাহের গলন নজরে রাখবে নাসা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:13 PM Aug 31, 2018Updated: 07:32 PM Aug 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর দুই মেরুতে হিমবাহের গলনের প্রতি নজরদারি বাড়াতে আরও তৎপর নাসা৷ এই নজরদারি পোক্ত করার জন্য আগামী মাসেই মহাকাশে নয়া উপগ্রহ পাঠাতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি৷ পৃথিবীর দুই মেরুপ্রদেশ, গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকায় প্রতি মুহূর্তে হিমবাহের পরিবর্তনের উপরে নজর রাখবে এই উপগ্রহ৷ সমস্ত ছবি পাঠাবে নাসাকে৷

Advertisement

[বাড়তি স্তনদুগ্ধ দান করে অন্য শিশুদের ত্রাতা মার্কিন মহিলা]

জানা গিয়েছে, এই কাজের জন্য অত্যাধুনিক স্যাটেলাইট-২ বা ICESat-2 উপগ্রহকে মহাকাশে পাঠাচ্ছে নাসা৷ আগামী মাসের ১২ তারিখ মহাকাশের উদ্দেশে রওনা দেবে সেটি৷ এতে রয়েছে লেজার টেকনোলজি এবং অতি শক্তিশালী ক্যামেরা৷ যা প্রতি সেকেন্ডে দুই মেরুপ্রদেশের ৬০ হাজার ছবি তুলতে সক্ষম৷ সংস্থার সায়েন্স মিশনের ডিরেক্টর মাইকেল ফারেলিচ জানিয়েছেন, নাসার মহাকাশ গবেষণা বিষয়ক বিভিন্ন প্রজেক্টের মধ্যে প্রজেক্টটি অন্যতম গুরুত্বপূর্ণ৷ হিমবাহের গলনের প্রতি নজর রাখার পাশাপাশি, সংস্থাটি যে সমুদ্রের জলস্তর বৃদ্ধির প্রতিও নজরদারি চালাবে তাও জানিয়েছেন মাইকেল ফারেলিচ৷

[‘ড্রিম গার্ল’-এর খোঁজে স্টেশনে স্টেশনে পোস্টার পাগলপারা প্রেমিকের]

কীভাবে কাজ করবে এই উপগ্রহ? বিজ্ঞানীরা জানিয়েছেন এতে রয়েছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাডভান্সড ট্রোপোলজিক্যাল লেজার আল্টিমেটার সিস্টেম বা ATLAS৷ যা প্রতি সেকেন্ডে হাজারেরও বেশিবার ফোটন কণাযুক্ত লেজার রশ্মি নিক্ষেপ দুই মেরুর দিকে৷ সেই রশ্মি বিভিন্ন হিমবাহের গায়ে ধাক্কা খেয়ে তার সেই সময়কার উচ্চতা পরিমাপ করবে৷ সঙ্গে সঙ্গে সেই ছবি পৌঁছে যাবে নাসার কেন্দ্রে৷ কেবল হিমবাহের উচ্চতাই নয়, পাশাপাশি ভূমি ও জলতলের মধ্যেকার ফারাকও মাপবে এই রশ্মি৷ বিশ্বকে বাঁচানোর জন্যই এমন প্রজেক্টের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷ তাঁদের আশঙ্কা, যেভাবে বিশ্বে বায়ুদূষণের মাত্রা বাড়ছে, তাতে দুই মেরুর হিমবাহ গলতে আর বেশিদিন বাকি নেই৷ সেই গলনের মাত্রা সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য এতদিন নাসার গবেষকদের কাছে ছিল না৷ সেই স্পষ্ট তথ্য পাওয়ার জন্যই এই প্রজেক্টের সূচনা বলে জানা গিয়েছে৷

The post ক্রমশ বাড়ছে জলস্তর, মহাকাশ থেকে হিমবাহের গলন নজরে রাখবে নাসা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার