shono
Advertisement

মাঝ আকাশে বিকল মহাকাশযান, কোনওক্রমে প্রাণরক্ষা দুই নভশ্চরের

মহাকাশচারীদের খোঁজ শুরু করেছে রেসকিউ টিম৷ The post মাঝ আকাশে বিকল মহাকাশযান, কোনওক্রমে প্রাণরক্ষা দুই নভশ্চরের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:41 AM Oct 12, 2018Updated: 07:31 PM Aug 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সয়ুজ এম এস ১০ স্পেসক্রাফটে চড়ে শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ সেন্টারে রওনা দিয়েছিলেন রাশিয়া এবং আমেরিকার দুই নভশ্চর। কিন্তু মাঝ রাস্তা থেকেই ফিরতে হল তাঁদের। মহাকাশযানে যান্ত্রিক গোলযোগের কারণে যাত্রা সম্পূর্ণ হওয়ার আগেই জরুরি অবতরণ করতে হল ওই নভশ্চরদের।

Advertisement

[মার্কিন সংস্থার গোপন নথি পাচার! এফবিআই-এর জালে চিনা গুপ্তচর]

 রাশিয়ার অ্যালেক্সই ওভাচিনিন এবং আমেরিকার নিক হগকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু মাঝ আকাশে সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই নভোশ্চর কাঁপছেন। সেই সঙ্গে হাত-পা ছুঁড়ছেন। সে ছবি দেখার পরই ভাল করে পরীক্ষা করলে দেখা যায়, রকেটে ফুটো। তার পরই বুস্টার রকেটটির জরুরি অবতরণ করানোর কথা ভাবা হয়। তবে দু’জনেরই কোনও ক্ষতি হয়নি। বৈকনুর থেকে বৃহস্পতিবার ওই রকেট উৎক্ষেপণের সময় উৎক্ষেপণ কেন্দ্র থেকে এক কিলোমিটার দূরে দাঁড়িয়েছিলেন সংবাদ সংস্থা রয়টার্সের এক সাংবাদিক। তিনি জানিয়েছেন, উৎক্ষেপণের পর আকাশে উঠে যাওয়ার সময় রকেটের কোনও গলদ তাঁর চোখে পড়েনি। রকেটটি যখন আরও উচ্চতায় উঠে ওই সাংবাদিকের নজরের বাইরে চলে যায়, তখনই দুর্ঘটনাটি ঘটেছে বলে বিশেষজ্ঞদের অনুমান।

[নভেম্বরেই ফের বৈঠক ট্রাম্প-কিমের, সুসম্পর্ক বজায় রাখার বার্তা]

 

The post মাঝ আকাশে বিকল মহাকাশযান, কোনওক্রমে প্রাণরক্ষা দুই নভশ্চরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement