shono
Advertisement

জীবনের প্রথম অভিনয়, মাত্র সাড়ে ৭টাকা নাসিরুদ্দিনের হাতে গুঁজে দেন ছবির প্রযোজক

তারকাখচিত লক্ষ লক্ষ টাকা বাজেটের ছবিতে নামমাত্র পারিশ্রমিকে কাজ করেন নাসিরুদ্দিন।
Posted: 04:01 PM Jun 10, 2023Updated: 08:01 PM Jun 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাসিরুদ্দিন শাহের কেরিয়ারের বয়স চার দশক। গত চল্লিশ বছরে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে কসরত করতে হয়েছিল নাসিরুদ্দিন শাহকেও। জীবনের প্রথম অভিনয় করতে গিয়ে যে পারিশ্রমিক পেয়েছিলেন, সেই টাকায় আজকের যুগে একটা চকোলেট মোটে বরাদ্দ হতে পারে।

Advertisement

১৯৬৭ সাল। ‘আমন’ সিনেমা। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তৎকালীন তাবড় দুই তারকা- রাজেন্দ্র কুমার ও সায়রা বানু। লক্ষ লক্ষ টাকা বাজেটের ছবি। জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন নাসিরুদ্দিন শাহ। এক দৃশ্যে ভীড়ের প্রয়োজন ছিল। সেই জমায়েতে থাকার জন্যই ডাক পড়ে তাঁর। সেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য নাসির পেয়েছিলেন মোটে সাড়ে ৭ টাকা।

[আরও পড়ুন: ‘বলিউড নিজের কবর নিজেই খুঁড়ছে’! শাহিদ কাপুরকে খোঁচা দিয়ে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী]

এক সাক্ষাৎকারে প্রবীণ বলিউড অভিনেতা স্মৃতিচারণ করে বলেন, “সেই সময় যাঁরা ‘এক্সট্রা ইউনিয়ন’-এর লোক ছিলেন, তাঁরা পেতেন ১৫ টাকা করে। তবে আমি ওই ইউনিয়নের সদস্য না হওয়ায় সাড়ে ৭ টাকা পেয়েছিলাম। লিঙ্কিং রোডে একটা রেস্তরাঁ ছিল যেখানে সব স্ট্রাগলার অভিনেতারা যেত। আমিও গিয়েছিলাম। একদিন জনৈক ব্যক্তি এসে দশ জনকে তুলে নিয়ে বললেন, নটরাজ স্টুডিওতে যেতে হবে পরের দিন।” তাঁদের মধ্যেই একজন ছিলেন নাসিরুদ্দিন শাহ। ভিড়ের মধ্যে মিশে থাকা সেই মানুষটিই আজ এত বড় মাপের অভিনেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement