shono
Advertisement

গোমাংস ভক্ষণ করে হেনস্তার শিকার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী

কী ঘটল তাঁর সঙ্গে? The post গোমাংস ভক্ষণ করে হেনস্তার শিকার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:02 AM Sep 09, 2017Updated: 03:59 AM Sep 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গোরক্ষকদের তাণ্ডব নিয়ে মোদি সরকারকে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। গরু নিয়ে আইন-শৃঙ্খলার অবনতি হলে রাজ্যগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, কেন্দ্রকে তা জানাতে বলেছে শীর্ষ আদালত। পাশাপাশি, গোরক্ষার নামে তাণ্ডব রুখতে রাজ্যগুলিকে প্রতিটি জেলায় নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটেই এবার কেরলে গোমাংস খাওয়ায় সোশ্যাল মিডিয়ার হেনস্তার মুখে পড়লেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালয়ালম অভিনেত্রী সুরভী লক্ষ্মী।

Advertisement

[এবার নাসিকের সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যুমিছিল]

দেশে বেআইনি গো-হত্যা হত্যা রুখতে পশুহাট বা পশুবাজারগুলিতে গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে মোদি সরকার। কিন্তু, বাস্তবে তা বুমেরাং হয়ে গিয়েছে। দেশের নানা প্রান্তে স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডবে হেনস্তার মুখে পড়ছেন নিরীহ, সাধারণ মানুষ। এবার রেহাই পেলেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালয়ালম অভিনেত্রী সুরভী লক্ষ্মীও। প্রকাশ্যে গোমাংস খাওয়ায় সোশ্যাল মিডিয়া তাঁকে রীতিমতো হেনস্তা করল স্বঘোষিত গোরক্ষকরা।

[যৌন হেনস্তা করেই খুন পডুয়াকে? গুরুগ্রামের ঘটনায় আতঙ্কে অভিভাবকরা]

কেরলে এখন ওনাম উৎসব চলছে। সেই উপলক্ষ্যে তিরুঅনন্তপুরমে স্থানীয় একটি মালয়ালম চ্যানেল একটি বিশে্ষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী সুরভী লক্ষ্মী। সেই অনুষ্ঠানে ‘ওনাম ফেস্ট’-এর অংশ হিসেবে গোমাংস খেতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পরে সোশ্যাল মিডিয়ার সেই ছবি পোস্টও করেন তিনি। এই ঘটনায় বেজায় চটেছে স্বঘোষিত গোরক্ষকরা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে উদ্দেশ্য করে একের পর এক আপত্তিকর পোস্ট করতে শুরু করে তাঁরা। বস্তুত, শুধুমাত্র অভিনেত্রী সুরভী লক্ষ্মীকেই নয়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়া সংশ্লিষ্ট মালয়ালম চ্যানেলের কর্তৃপক্ষকেও আক্রমণ করেছে স্বঘোষিত গোরক্ষকরা।

[প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মিম পোস্ট করে বিতর্কে দিগ্বিজয় সিং]

প্রসঙ্গত, কেরলের সবচেয়ে বড় উৎসব ওনাম। দক্ষিণের এই রাজ্যে দশদিন ধরে এই উৎসব পালিত হয়। ‘ওনাম ফেস্ট’-এ নিরামিষ খাবার খান দক্ষিণ কেরলের বাসিন্দারা। তবে উত্তর কেরলে গোমাংস-সহ বিভিন্ন আমিষ পদ খাওয়ার রেওয়াজ দীর্ঘদিনের।

[মোদির জন্মদিন ‘উপলক্ষ্যে’ রবিবার খোলা থাকবে স্কুল]

The post গোমাংস ভক্ষণ করে হেনস্তার শিকার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার