shono
Advertisement
Bank Strike

আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, আগামী ২৪ ও ২৫ মার্চ স্বাভাবিক পরিষেবা

লেবার কমিশনারের সঙ্গে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় ধর্মঘট প্রত্যাহার।
Published By: Sayani SenPosted: 06:01 PM Mar 21, 2025Updated: 06:27 PM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস। আপাতত প্রত্যাহার ব্যাঙ্ক ধর্মঘট। আগামী ২৪ ও ২৫ মার্চ স্বাভাবিক থাকবে পরিষেবা। দাবিপূরণ না হলে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই হুঁশিয়ারি ধর্মঘটকারীদের।

Advertisement

কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের দাবি, ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ। তার ফলে বহু শূন্যপদ তৈরি হয়েছে। অল্প সংখ্যক কর্মীর পক্ষে গ্রাহক পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়া পাঁচদিনের সপ্তাহ চালুর ক্ষেত্রেও আইবিএ সঠিক ভূমিকা পালন করেনি বলেই অভিযোগ। তৃতীয়ত, উৎসাহ ভাতা চালুর কথা থাকলেও, তা হয়নি। এমনই একগুচ্ছ দাবিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন বা আইবিএ-র সঙ্গে কর্মী সংগঠনগুলির মঞ্চ বৈঠক করে। বৈঠক নিষ্ফলা হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নেন কর্মীরা।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের তরফে জানানো হয়েছে, বৈঠকে কোনও রফাসূত্র বেরয়নি। তাই ধর্মঘটের সিদ্ধান্তে এককাট্টা ছিলেন কর্মীরা। তবে শুক্রবার কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে মেলে রফাসূত্র। কেন্দ্রীয় শ্রম কমিশনার ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখবেন বলেই জানান। তাই বৈঠকের সিদ্ধান্ত থেকে সরে আসেন আন্দোলনকারীরা। তবে দাবিপূরণ না হলে আগামী এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ব্যাঙ্ক ধর্মঘটের পথে হাঁটবেন বলেই জানান তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস।
  • আপাতত প্রত্যাহার ব্যাঙ্ক ধর্মঘট।
  • আগামী ২৪ ও ২৫ মার্চ স্বাভাবিক থাকবে পরিষেবা।
Advertisement