সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলা নিল মাওবাদীরা (Maoist)। বিহারের গয়া জেলার মউন বার জেলায় একই পরিবারের চারজনকে হত্যা করল তারা। বিস্ফোরণে উড়িয়ে দিল দু’টি বাড়ি। সূত্রের খবর, পুলিশের চর সন্দেহে চার গ্রামবাসীকে মেরে ঝুলিয়ে দিল মাওবাদীরা (Naxal)। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিহার (Bihar) পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, সরযূ সিং ভক্তের বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বাড়ির বাসিন্দা একই পরিবারের চার সদস্যকে মেরে ঝুলিয়ে দেয় নকশালরা। নিহতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন। মৃতদের নাম সত্যেন্দ্র সিং, মহেন্দ্র সিং, মনোরমা দেবী এবং সুনীতা সিং। চারজনকে খুন করার পর দেওয়ালে বার্তাও লিখে গিয়েছে নকশালরা।
[আরও পড়ুন: রাখা যাবে না তৃণমূল নেতাদের, ত্রিপুরায় বিজেপির ‘হুমকি’র মুখে হোটেল মালিক]
প্রসঙ্গত, মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেয়েছে মহারাষ্ট্র পুলিশ (Maharastra Police)। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের অভিযানে খতম হয়েছে ২৬ মাও জঙ্গি। মাওবাদীদের পালটা গুলিতে ৪ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে পুলিস সূত্রের দাবি।