shono
Advertisement

Breaking News

রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের পদে জয়ী এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিং

২০১৯-র আগে ফেডারেল ফ্রন্টকে জোর ধাক্কা। The post রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের পদে জয়ী এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিং appeared first on Sangbad Pratidin.
Posted: 12:10 PM Aug 09, 2018Updated: 12:40 PM Aug 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় শেষ হাসি হাসল এনডিএ। ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিং। ১২৫ ভোটে পেয়েছেন তিনি। রাজ্যসভায় বিরোধী কংগ্রেস প্রার্থী বিকে হরিপ্রসাদ পেয়েছেন ১০৫টি ভোট। ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে ভোটদানে বিরত থেকেছেন পিডিপি ও আপের দুই সাংসদ। নির্বাটনে জয়ী হওয়ায় এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিংকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘আজ থেকে সবকিছু হরির ভরসায়।’ ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে জয়ী জেডিইউ সাংসদকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।

Advertisement

রাজ্যসভায় মোদি আরও বলেন, ‘সংসদে খেলোয়াড়দের সংখ্যা নগন্য। এখানে আম্পায়ারই বেশি। নতুন ডেপুটি চেয়ারম্যানকে তাঁদের সামলাতে হবে। তবে তিনি পারবেন। আজ থেকে সবকিছু হরির ভরসাতেই থাকবে।’

[সংরক্ষণের দাবিতে ফের বনধ মুম্বইয়ে, স্তব্ধ ইন্টারনেট পরিষেবা]

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ফের রাহুল গান্ধীকে পিছনে ফেলে এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে সেই ছবিই স্পষ্ট হল। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফের একবার নিজেকে গুছিয়ে নিলেন মোদি। একইসঙ্গে রাজ্যসভায় শিব সেনাকে পাশে পাওয়ার কৌশলী ছকে ছক্কা হাঁকালেন তিনি। বিরোধী জোটের ঐক্যবদ্ধ লড়াই কিন্তু কাজে এল না। বিজেডিও এনডিএ-জোটে জায়গা করে নিয়েছে। এনডিএ-র হাত ধরতে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তারপর থেকেই হাওয়ায় ভাসছে সখ্যতার খবর। তবে কি ফ্ডারেল ফ্রন্ট থেকে বেরিয়ে এলেন কেসিআর?

[শতাব্দীর ধাক্কায় কাটা পড়ল ২০টি গরু, ব্যাহত ট্রেন চলাচল]

বলা বাহুল্য, কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ জোটের বিরোধিতায় গিয়ে কে ফেডারেল ফ্রন্টে যোগ দিলেন কী দিলেন না, মোদি কিন্তু জেডিইউ সাংসদকে দিয়ে বাজিমাত করলেন। শিব সেনার অসন্তোষ, নোটবন্দি, নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়া একের পর এক বাউন্সারে একটু হলেও কোণঠাসা বিজেপি প্রায় শেষপ্রান্তে এসে ঘুরে দাঁড়াল। ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই এই নির্বাচন যেমন বিজেপির অবস্থানকে স্পষ্ট করল। তেমনই বিরোধী জোটকে একটা আগামী লড়াইয়ের রূপরেখা দিল।

The post রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের পদে জয়ী এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিং appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement