shono
Advertisement

জঙ্গি নিকেশে এবার কি পাকিস্তানে ঢুকতে চলেছে মার্কিন সেনা?

সেনা প্রধানের বক্তব্যে প্রবল আশঙ্কা৷
Posted: 08:36 PM Jun 21, 2018Updated: 09:06 PM Jun 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে কঠোর ব্যবস্থা নিয়ে একদিকে পাক মদতপুষ্ঠ জঙ্গি সংগঠন ও বিচ্ছিন্নতাবাদীদের প্রবল ধাক্কা দিয়েছে ভারত৷ ঠিক তখনই, পাকিস্তানের হৃদকম্পন বাড়িয়ে আক্রমণ শানিয়েছে আমেরিকা৷ জানিয়েছে, জঙ্গি দমনে সহযোগিতার রাস্তায় হাঁটা উচিত ইসলামাবাদের৷ আফগানিস্তানে জঙ্গি দমনে মার্কিন সেনা সফল হলে, পাকিস্তানের বিষয়েও ভাববে তারা৷ আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনাপ্রধানের করা এই উক্তিই এখন আশঙ্কার কালো মেঘ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে৷

Advertisement

[ভারত-পাকিস্তানের মধ্যে শান্তির প্রার্থনায় সূর্য নমস্কারের আয়োজন ইসলামাবাদে]

সম্প্রতি আফগানিস্তানের নিযুক্ত মার্কিন সেনার প্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল অস্টিন মিলারকে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এর কয়েকদিনের মাথায় পাকিস্তানের বিরুদ্ধে চরম সুর চড়িয়ে ইসলামাবাদকে চাপে ফেলে দিয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ এই সেনা প্রধানই৷ মার্কিন সাংবাদিকদের করা আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমন বিষয়ক প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল অস্টিন একহাত নেন পাকিস্তানকে৷ কেবল ভারতই নয়, আফগানিস্তানেরও প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান৷ সেই প্রসঙ্গ তুলে অস্টিন বলেন, অত্যন্ত বিপদজনক একটি প্রতিবেশী রাষ্ট্র ঘিরে রয়েছে আফগানিস্তানকে৷ তবে জঙ্গি দমনে পাকিস্তানেরও সদর্থক ভূমিকা গ্রহণ করা উচিত এবং সন্ত্রাসবাদকে নির্মূল করতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত৷ কেবল প্রতিরক্ষা বিষয়েই নয়, কূটনৈতিক বিষয়েও পাকিস্তানকে আরও উদার হওয়ার পরামর্শ দিয়েছেন আফগানিস্তানের নিযুক্ত মার্কিন সেনার নয়া প্রধান৷

[চুলকানির জ্বালায় প্রাণ ওষ্ঠাগত! মা-বাবাকে খুন করে আত্মঘাতী যুবতী]

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আফগানিস্তানে তালিবানদের সঙ্গে লড়াই চালাচ্ছে মার্কিন সেনা ও ন্যাটো বাহিনী। দুই সেনার আঘাতে কার্যত সেখানে মাটি হারাতে বসেছে তালিবানরা৷ সম্প্রতি আফগানিস্তানে তালিবান নিকেশে বড়সড় সাফল্য পেয়েছে মার্কিন সেনা৷ ড্রোন হানায় তারা গুঁড়িয়ে দিয়েছে পাক-আফগান সীমান্তে গজিয়ে ওঠা জঙ্গিদের গোপন ঘাঁটি৷ সূত্রের খবর, সেখানেই খতম হয়েছে আত্মগোপন করে থাকা পাকিস্তান তালিবান জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতা মোল্লা ফজলুল্লাহ। পাশাপাশি, জম্মু-কাশ্মীরে মশার লার্ভার মতো গজিয়ে ওঠা জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী খতম করতে সচেষ্ট হয়েছে নয়াদিল্লি৷ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বরাবর মধুর সম্পর্ক রেখে চলা মুফতি সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে কেন্দ্র্রের শাসক ও এতদিন পিডিপির সঙ্গে জোটসঙ্গী হয়ে থাকা বিজেপি৷ ইতিমধ্যেই জারি হয়েছে রাজ্যপাল শাসন৷ রোজই চলছে জঙ্গি নিধনপর্ব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement